আজকাল ওয়েবডেস্ক: 'বিশেষভাবে সক্ষম' কোটায় চাকরি পেয়েছিলেন এক সরকারি কর্মী। সেই কর্মীকেই গানের সুরে মন খুলে নাচতে দেখা গেল মধ্যপ্রদেশে। নাচের ভিডিও ভাইরাল হতেই তৈরি হয়েছে বিতর্ক। তাঁর নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের দাবি জানিয়েছে ছাত্র সংগঠন।
বিতর্কের মুখে পড়ে মুখ খুলতে হয়েছে সরকারি কর্মী প্রিয়াঙ্কা কদমকেও। তিনি জানিয়েছেন, তাঁর নিয়োগে কোনও ত্রুটি নেই। তিনি স্পষ্ট করে জানয়েছেন, হাড় সংক্রান্ত সমস্যার কারণে তার ৪৫ শতাংশ অক্ষমতা রয়েছে, যদিও তিনি হাঁটতে পারেন, এমনকি নাচতেও পারেন। ২০২২ সালে মধ্যপ্রদেশের এসএসসি পরীক্ষা পাশ করেন প্রিয়াঙ্কা। সম্প্রতিই তাঁর নিয়োগ হয়েছিল রাজ্য আবগারি আধিকারিক হিসেবে।
শুক্রবার জাতীয় শিক্ষিত যুব সংগঠনের নেতা ওই মহিলা আধিকারিকের 'প্রতিবন্ধী' হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি প্রিয়াঙ্কার প্রতিবন্ধী শংসাপত্রের তদন্তের দাবিও জানানো হয়েছে। তিনি ভোপাল এইমস-এর ডাক্তারদের দ্বারা পিএসসি পরীক্ষায় প্রতিবন্ধী কোটার অধীনে নির্বাচিত প্রার্থীদের সার্টিফিকেটের যাচাইয়ের দাবি জানিয়েছেন। যদিও কমিশনে তরফ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য জানানো হয়নি।
