আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ এক ভিডিও। কুজিপ্পারামব্রাপ নামের এক ব্যক্তি পোস্ট করেছেন একটি বাড়ির ভিডিও। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রশ্ন জাগবে, এটা বাড়ি নাকি ট্রেন? কেউ কেউ যেমন তারিফ করছেন বাড়ির মালিকের ভাবনার। কেউ কেউ আবার প্রশ্ন করছেন, ‘কাকু কি আগে রেলে চাকরি করতেন?’ 

কেন জানেন? কারণ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ দেখছেন, তাতে যে বাড়িটি দেখা গিয়েছে, তার বাইরের অংশের নকশা মূলত ভারতীয় রেলের আদলে। সামনের অংশ লাল রঙের, ইঞ্জিনের আদলে। তারপরে নীল রঙের কামরার আদলে। ওই ইঞ্জিন সদৃশ অংশে বিষয়টি আরও নিখুঁত করার জন্য লেখা রয়েছে ‘২২৫৯৭ পালঙ্গড় এক্সপ্রেস’। দেখলে মনে হবে আচমকে রেললাইন ছেড়ে ট্রেন গিয়ে দাঁড়িয়েছে পাড়ার গলিতে।

কোঝিকোড়ের ওই বাড়ির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বাড়িটি দেখতে যাওয়ার জন্য টিকিট কাটতে রাজি বলেও জানিয়েছেন। কেউ কেউ বলছেন, ওই বাড়িটির নাম হওয়া উচিত ট্রেনবাড়ি। কেউ কেউ তো রীতিমতো তারিফ করছেন বাড়ির মালিকের পরিকল্পনার।

বাড়ি সাজাতে পছন্দ করেন বহু মানুষ। কারও কারও অন্যতম শখই বাড়ি সাজানো। কেউ ঘরের দেওয়াল উজ্জ্বল রঙে রাঙিয়ে তোলেন। কেউ গাছ লাগান রকমারি। ঘরের সাজসজ্জায় ফুটে ওঠে বাড়ির বাসিন্দাদের রুচিবোধ, সৃজনশীলতা। তবে এই ‘রেল থিম’ বাড়িটি বেশ জনপ্রিয় হয়েছে নেটপাড়ায়।