আজকাল ওয়েবডেস্ক: গরুপাচার মামলায় অভিনেতা, সাংসদ দেবকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তলব মেনে বুধবার সকালেই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। দিনভর নজর ছিল সেদিকেই। দুপুর গড়িয়ে বিকেল, সন্ধে পেরিয়ে প্রায় সাড়ে ৭টা নাগাদ ইডি দপ্তর থেকে বেরোলেন তিনি। ইডি দপ্তরে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষেও তাঁর মুখে হাসি দেখা গেল। বললেন, অন্যায় করেননি। তাই যতবার তলব করা তবে, হাজিরা দেবেন ততবার। সূত্রের খবর, বুধবারই দিল্লি থেকে কলকাতা ফিরছেন দেব।
