আজকাল ওয়েবডেস্ক: দ্রুতগতির গাড়ি থামাতে গিয়ে মৃত এক পুলিশ কনস্টেবল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লিতে। 

 


জানা গিয়েছে, সন্দীপ নামের ওই পুলিশ কনস্টেবল মোতায়েন ছিলেন নাংলো থানায়। এলাকায় প্রায়ই শোনা যাচ্ছিল ডাকাতির ঘটনা। এ নিয়ে রাতে তল্লাশি চালাতে গিয়েছিলেন তিনি। নিজের বাইক নিয়ে বেরিয়েছিলেন এলাকা পরিদর্শনে। তখনই ভোরের দিকে লক্ষ্য করেন একটি বহু চাকার গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে। বেপরোয়াভাবে চালাচ্ছে দেখে তাঁকে ধাওয়া করেন, এবং ইশারায় চালককে গতি কমানোর জন্য নির্দেশ দেন। 

 


কিন্তু সেসব কর্ণপাত করেনি, গাড়ির চালক। ওভারটেক করে যায় সন্দীপকে। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা। ধাক্কা মারে সন্দীপকে। প্রায় ১০ মিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় ওই পুলিশ কনস্টেবলকে। এরপর সেখানে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে ওই ঘাতক গাড়ি। তারপর স্পিড তুলে বেরিয়ে যায় ওই গাড়ি।

 


পথচলতি লোক দেখে দ্রুত সন্দীপকে নিয়ে হাসপাতালে গেলে সেখান থেকে তাঁকে রেফার করে দেওয়া হয়। গুরুতর আঘাতলাগা অবস্থায় অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

 


পুলিশ জানিয়েছে, সন্দীপের বাইকটি উদ্ধার হয়েছে। ঘাতক ওই দ্রুতগতির গাড়িটির খোঁজে এবং ড্রাইভারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুব শীঘ্রই তাদের ধরা হবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়ি করে মদ নিয়ে যাওয়া হচ্ছিল।