আজকাল ওয়েবডেস্ক: মায়ের চরিত্র ভাল নয়। আচমকা বহু বছর পর নাকি অতীত ঘটনা জানতে পেরেছে। শুনেই কালবিলম্ব না করে বাবা'কে ফোন করে বলেছিল ছেলে। বলেছিল, তীর্থযাত্রা থেকে ফিরে এসে যেন দ্রুত তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা হয়। লাগাতার ফোন পেয়ে তড়িঘড়ি পরিবার দিল্লিতে ফিরতেই মা'কে হেনস্থা এবং তারপর দরজা বন্ধ করে, ছুরি নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সেন্ট্রাল দিল্লির হজ কাজি এলাকার ঘটনায় তোলপাড়। 

একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তের নাম এমডি ফিরোজ। বয়স ৩৯। তার বাবা মা এবং বোন ১৭ জুলাই সৌদি আরবে গিয়েছিলেন তীর্য যাত্রায়। সেখানেই ২৬ জুলাই ছেলে ফোন করে বাবাকে। জানায়, জানতে পেরেছে, তার মায়ের চরিত্র ভাল নয়। জানায়, যখন সে ছোট ছেলে, তার মায়ের অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। মা'কে উচিত শিক্ষা দিতে, বাবা যেন দ্রুত দিল্লিতে ফিরেই মায়ের সঙ্গে বিবাহবিচ্ছিন্ন করেন। ১১ আগস্ট ওই দম্পতি দিল্লিতে ফিরেন। অভিযোগ, তারপর থেকেই নানাভাবে মায়ের উপর অত্যাচার চালায় ছেলে। ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ করে। ঘটনায় ভয় পেয়ে দিন কয়েকের জন্য বড় মেয়ের বাড়িতে চলে যান ওই মহিলা। ভাবেন পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন।

আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে ছারখার জম্মু-কাশ্মীর, রাতের অন্ধকারে হু হু করে জল ঢুকে গেল গ্রামে, ঘুমের মাঝেই ধসে চাপা পড়ে

ছেলের লাগাতার ফোন পেয়ে,   ১ আগস্ট তাঁরা ফিরে আসেন দিল্লিতে। ঘরে ফিরতেই ঘটে ভয়াবহ ঘটনা। অভিযোগ তেমনটাই। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগ, মেয়ের বাড়ি থেকে ফিরে আসার পরেই, ছেলে একান্তে কথা বলার জন্য জানায় মা'কে। মা রাজি হওয়ার পরেই ঘটে বিপত্তি। মহিলার মেয়ে পুলিশে যে অভিযোগ জানিয়েছে, তাতে উল্লিখিত, মা'কে একান্তে কথা বলার জন্য ডেকে, ঘরের দরজা বন্ধ করে, বোরখা সরিয়ে, ছুরি ধরে ভয় দেখায় ছেলে। তারপরেই শুরু হয় শারীরিক, যৌন নির্যাতন। প্রাথমিকভাবে ওই মহিলা ঘটনার কথা কাউকেই জানাননি ভয়ে লজ্জায়। অভিযোগ, একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে ১৪ আগস্ট দুপুরে। দুপুর সাড়ে তিনটা নাগাদ পুনরায় মা'কে জোর করে ধর্ষণ করে ছেলে। মহিলা বারবার 'আমি তোমার মা', চিৎকার করে সেকথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেও, ছেলে কোনও কর্ণপাত করেনি বলে জানা গিয়েছে।

তারপরেই মহিলা সব জানান মেয়েকে। মেয়ে পুলিশে অভিযোগ জানান। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক, মা'কে ধর্ষণের পর, তা গিয়ে নিজের বাবাকেও জানায়। একইসঙ্গে জান্নায়, নিজের মা'কে নিয়ে সে জানতে পেরেছে একাধিক তথ্য। জানতে পেরেছে অতীতে তার মায়ের চরিত্র ভাল ছিল না। সেই কারণেই শাস্তি দিতে বেছে নিয়েছে সে এই পথ। শুক্রবার নিজের ২৫ বছরের মেয়ের সঙ্গে ওই মহিলা থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।  দিল্লি পুলিশ অভিযোগ পাওয়ার পরে, বিএনএসের ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।