আজকাল ওয়েবডেস্ক: শীতের রাত। মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন। ঘুমের মাঝেই শেষ সব। দিল্লির মেট্রো কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনায়, পুড়ে মৃত তিন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর তেমনটাই।
তথ্য, মঙ্গলবার ভোরে আদর্শ নগরে দিল্লি মেট্রোর স্টাফ কোয়ার্টারের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ঘুমের মাঝেই মৃত্যু হয়েছে তিনজনে। নিহতদের নাম অজয় (৪২), নীলম (৩৮) এবং তাঁদের ১০ বছর বয়সী মেয়ে জাহ্নবী। দিল্লি ফায়ার সার্ভিসেস (ডিএফএস) জানিয়েছে, তাঁরা ভোররাত ২টপ ৩৯ মিনিট নাগাদ আদর্শ নগরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) স্টাফ কোয়ার্টারের একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায়। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপকদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালে, তারা উদ্ধারকার্যের সময় তিনটি মৃতদেহ দেখতে পায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার অভিযানের সময় একজন দমকলকর্মীও আহত হয়েছেন। কর্মকর্তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কী থেকে এই ভয়াবহ আগুন লাগল কোয়ার্টারে? এখনও তার নিশ্চিত কোনও তথ্য জানা যায়নি। দমকলের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ আগুন লাগার কারণ তদন্ত করছে।
এর আগে, রবিবার মান্দাওয়ালিয় একটি পাঁচতলা ভবনের উপরের তলার ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনা প্রসঙ্গে, ডিএফএস জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে।
উদ্ধার অভিযানে গিয়ে, তিনজন দমকলকর্মী আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায়। রবিবারের অগ্নিকান্ড প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, রুম হিটারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, যা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাসিন্দা তাৎক্ষণিকভাবে দমকল কর্মীদের ফোন করেন। দমকল বাহিনীর দলটি যতক্ষণে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে, তখনও একটি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। উদ্ধারকার্যে গিয়েই তিনজন দমকলকর্মী আহত হন।
এর আগে, ১১ ডিসেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খাস কলকাতায়। আগুনে পুড়ে ছাই একের পর এক দোকান। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানের রামগড় বাজারে রাত দেড়টার সময় ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৪০টি দোকান। স্থানীয়রা আগুন দেখেই জড়ো হন তৎক্ষণাৎ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের আটটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। স্বাভাবিকভাবেই বিরাট ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের।
একইদিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজ্যের আরও এক জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বড়িষা এলাকায় গভীর রাতে য়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় ১২টা ৩০ নাগাদ আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে এলাকার একটি বেকারি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, আর তার জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোটা বেকারি।
