আজকাল ওয়েবডেস্ক : মাত্র দুটো রুটি। তাই নিয়ে বিবাদ। প্রাণ গেল এক শ্রমিকের। ঘটনা হয়েছে দিল্লির ভাবনা এলাকায়। নিজের কারখানায় চতুর্থ তলায় ধানতেরাস উপলক্ষে সাজিয়ে তুলছিল এক শ্রমিক। সেই সময় সেখানে এসে হাজির হয় আরেক ফ্যাক্টরি শ্রমিক।
হাজির হওয়া শ্রমিক রুটি খেতে চায়। কিন্তু তাকে অন্য শ্রমিক বলে সে যেন নিজের টাকা দিয়ে রুটি কিনে নেয়। এরপর দুজনের মধ্যে শুরু হয় বিবাদ। তারপর শুরু হয় মারামারি। এরপর এক শ্রমিক অন্যজনকে চারতলা থেকে নিচে ফেলে দেয়।
এরপর অভিযুক্ত শ্রমিক সেখান থেকে পালিয়ে যায়। তবে যারা সামনে ছিল তারা পুলিশের কাছে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। বেশিদূর পালিয়ে যেতে পারেনি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে বহু আগে থেকে এই দুজনের মধ্যে শত্রুতা ছিল। তারই সুযোগ নিয়ে ওই শ্রমিক এই কাজ করেছে। মৃত শ্রমিকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্ত করে তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অভিযুক্ত শ্রমিক যাতে কঠোর শাস্তি পায় সেটা দেখা হবে।
