আজকাল ওয়েবডেস্ক: ৭০ দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালক, যাকে মৃত বলে ঘোষণা করে দাহও করা হয়েছিল, অবশেষে জীবিত ফিরে এসেছে নিজের বাড়িতে!

৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয়েছিল ওই কিশোর। পরিবার অভিযোগ জানালে পরে একটি মুক্তিপণের ফোন আসে—৪৫ হাজার টাকা দাবি করা হয়, যার মধ্যে ৫ হাজার টাকা পাঠানোও হয়।

২৮ ফেব্রুয়ারি রেললাইনের ধারে গুরুতর আহত অবস্থায় একটি মৃতদেহ পাওয়া যায়, ১ মার্চ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সন্দেহজনক অবস্থায় পরিবারকে সেই দেহ শনাক্ত করতে বলা হয়। পরিবার ডিএনএ টেস্টের আবেদন করলেও, পুলিশের চাপে দেহ শনাক্ত করতে বাধ্য হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় প্রবল বিক্ষোভ হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষও ঘটে। সংশ্লিষ্ট থানার এসএইচও-কে বরখাস্ত করা হয়। পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণও দেয়া হয়।

কিন্তু পরে হঠাৎই পরিবারের কাছে খবর আসে ছেলেটি জীবিত! আইনজীবীর সঙ্গে আদালতে এসে কিশোর জানায়, তাকে অপহরণ করে নেপালে নিয়ে যাওয়া হয়েছিল। অপহরণকারীরা একদিন অসাবধানবশত দরজা খোলা রাখলে সে পালিয়ে যায় এবং স্থানীয়দের সাহায্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

পরিবার তাকে চিনে ফেলে এবং বাড়ি নিয়ে আসে।

বর্তমানে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কে সেই দাহ করা মৃতদেহ? কে বা কারা ছেলেটিকে অপহরণ করল? সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার সরকারকে ক্ষতিপূরণের অর্থ ফেরত দিতে ইচ্ছুক বলে জানিয়েছে।