আজকাল ওয়েবডেস্ক: সরকারি নির্দেশিকায় কন্যাদের স্বস্তি। পেনশনভোগীদের পারিবারিক বিবরণ থেকে কন্যাদের নাম আর বাদ দেওয়া হবে না। এটি তাদের জন্য সুখবর বলে বিবেচিত হচ্ছে। পেনশন ও পেনশনভোগীদের কল্যাণ বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের পারিবারিক বিবরণ থেকে কন্যাদের নাম বাদ দেওয়া উচিত নয়।

সিসিএস (পেনশন) বিধিমালা, ২০২১ এর বিধি ৫০(১৫)
কর্মচারীর অবসর গ্রহণের পর কন্যাদের নাম বাদ দেওয়া যাবে কিনা সে বিষয়ে অসংখ্য প্রশ্ন ওঠার পর এই নির্দেশিকা জারি করা হয়েছে। বর্তমান নিয়ম অনুসারে, কন্যা-সহ পরিবারের সকল সদস্যকে পারিবারিক রেকর্ডে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করতে হবে। এমনকী তারা তাৎক্ষণিকভাবে পারিবারিক পেনশনের জন্য যোগ্য না হলেও। এই পদক্ষেপের উদ্দেশ্য হল স্বচ্ছতা নিশ্চিত করা এবং সঠিক সুবিধাভোগীদের কাছে ন্যায্য সুবিধা পৌঁছানো নিশ্চিত করা।

পেনশনভোগীদের পাশাপাশি তালিকাভুক্ত সদস্য
পেনশনভোগীদের সঙ্গে পরিবারের বেশ কয়েকজন সদস্যকেও তালিকাভুক্ত করতে হবে। এই পরিবারের সদস্যদের মধ্যে স্বামী/স্ত্রী, সব সন্তান, মা, বাবা এবং প্রতিবন্ধী ভাই-বোন অন্তর্ভুক্ত রয়েছে। এই তথ্যগুলি ফর্ম ৪-এ অফিস প্রধানের কাছে জমা দিতে হবে। সন্তান জন্ম হোক বা দত্তক নেওয়া, যখনই পারিবারিক কাঠামোতে কোনও পরিবর্তন হয় তখনই সেগুলি সংশোধন করা উচিত। কল্যাণ বিভাগের অফিস স্মারকলিপিতে এটি স্পষ্ট করা হয়েছে। একবার কন্যার বিবরণ অন্তর্ভুক্ত করা হলে, পরিবারের সদস্য হিসাবে তার মর্যাদা বৈধ থাকে। স্মারকলিপিতে তাই বলা হয়েছে যে, কন্যার নাম পরিবারের সদস্যদের বিবরণে অন্তর্ভুক্ত থাকবে।

পেনশনভোগীর মৃত্যুর পর যোগ্যতা নির্ধারণ করা হয়
পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীর মৃত্যুর পরেও নিয়ম অনুসারে পারিবারিক পেনশনের যোগ্যতা নির্ধারণ করা হবে। এটি নিশ্চিত করে যে, পেনশনভোগীর জীবদ্দশায় পরিবারের তালিকা সম্পূর্ণ থাকে, এবং পরবর্তীতে প্রচলিত নিয়ম অনুসারে যোগ্যতা নিশ্চিত করা হয়।