আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘদিন সহবাসের পর ধর্ষণের অভিযোগ আনলে তা গ্রাহ্য হবে না। এক মামলার রায়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এই ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের কথা বিবেচ্য করা হবে না।


এই মামলার উৎপত্তি এক ব্যাঙ্ক আধিকারিক দীর্ঘদিন ধরে লিভ ইন পার্টনারের সঙ্গে সহবাসে ছিলেন। অভিযোগ ওই ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে বছরের পর বছর সহবাস করেছেন। বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চের কাছে ওই মহিলা অভিযোগ করেছিলেন, যে দীর্ঘ ১৬ বছর ধরে ওই ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে গিয়েছেন।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায় দিয়েছে, ‘‌বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৬ বছর সহবাসের পর এই কথা মানা যায় না। ১৬ বছর ধরে এই ঘটনাই তো ঘটে এসেছে। দু’‌পক্ষের সম্মতিতেই।’‌ আদালত এটাও জানিয়েছে, যদি ভুয়ো প্রতিশ্রুতি হত, তাহলেও ১৬ বছরটা অনেক সময়।’‌।