আজকাল ওয়েবডেস্ক:‌ বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। জানা গেছে ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ। বেঙ্গালুরুর একটি জনবহুল আইটি পার্কে এই ঘটনাটি ঘটে। বাইকআরোহী এক যুবক ওই তরুণীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। সেই সঙ্গে তাঁর দাবি, সাহায্যের জন্য মরিয়া চিৎকার করেও কাউকেই পাশে পাননি তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে ওই তরুণী মুখ খুলেছেন।


ওই যুবতী দাবি করেছেন, তিনি তখন হাঁটছিলেন। সেই সময় আচমকাই পিছন থেকে তাঁকে ধাক্কা দেয় একটি বাইক। চমকে গেলেও তিনি ভেবেছিলেন এটা দুর্ঘটনা। কিন্তু এরপর ফের বাইকটি তাঁকে ধাক্কা দেয়। এরপরই তিনি বুঝতে পারেন, যা হচ্ছে তা ইচ্ছাকৃত ভাবেই ঘটাচ্ছে অভিযুক্ত। ওই তরুণী ভয় পেয়ে যান। এরপর তিনি দেখতে পান ইউ টার্ন নিয়ে ফের তাঁর দিকে দ্রুতবেগে আসছে বাইকটি। তরুণীর কথায়, ‘‌আমি চিৎকার করতে শুরু করলাম। ওই এলাকা সব সময় লোকে গমগম করে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। সাহায্য চাইলাম, অটো চালকদের থামালাম। কিন্তু কারও তরফে সাড়া পেলাম না। আশ্চর্য লেগেছিল।’‌ 


বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ বেঙ্গালুরুর মরাঠাহল্লি এলাকার একটি আইটি পার্কে হাঁটছিলেন ওই তরুণী। তখনই আচমকা বাইকআরোহী এক যুবক পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর পিঠে আঘাত করেন বলে অভিযোগ। পর পর দু’বার একই কাজ করার পর ওই যুবক তৃতীয় বার বাইক ঘুরিয়ে তাঁর দিকে এগিয়ে আসতেই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন তরুণী। কিন্তু সেখানে অনেকে থাকলেও কেউই এগিয়ে আসেননি বলে অভিযোগ। এর পরেও বেশ কিছুক্ষণ ধরে ওই যুবক তরুণীর পিছু ধাওয়া করতে থাকেন। শেষমেশ এলাকা থেকে চম্পট দেওয়ার আগে আরও এক বার তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ওই তরুণী জানিয়েছেন, ‘‌তদন্ত চলছে। আশাকরি সদর্থক কিছু হবে।’‌