আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটার থেকে একেবারে সরাসরি রাজনীতির আঙিনায়। বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা। সদ্য টি২০ আন্তর্জাতিক থেকে তিনি অবসর নিয়েছেন। এবার তাঁকে দেখা যাবে রাজনীতিতে। জাদেজার রাজনীতিতে যোগদানের কথা ঘোষণা করেছেন স্বয়ং তাঁর স্ত্রী রিভাবা। যিনি গুজরাট বিধানসভার বিধায়ক।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে রিভাবা তাঁর স্বামীর ছবি পোস্ট করেছেন। যে ছবিতে বিজেপির সদস্যপদ হাতে জাদেজাকে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন জাদেজার স্ত্রী রিভাবা। ২০২২ সালে জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ৫০ হাজার ভোটে জিতে যান রিভাবা। এদিকে জাদেজার বাবা ও বোন কংগ্রেসের সক্রিয় সদস্য। এদিকে, গুজরাট বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে জানিয়েছেন, সদস্য অভিযান শুরু হওয়ার পর অভূতপূর্ব সাড়া মিলছে। আগামী তিন দিনে ১ কোটি কর্মী বিজেপিকে যোগ দেবেন বলে তিনি আশাপ্রকাশ করেছেন।
