আজকাল ওয়েবডেস্ক: সোমবারের কেন্দ্রের তথ্য, দেশে হাজার পার সংক্রমণ। ১৯ মে-র পর থেকে লাফিয়ে বাড়ছে সংক্রমণের তালিকা। শীর্ষে কেরল। ভয় ধরাচ্ছে মহারাষ্ট্র, দিল্লির ঊর্দ্ধমুখী গ্রাফও। দিল্লি এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং বেঙ্গালুরুতে কোভিড-১৯ ভ্যারিয়েন্ট এনবি ১.৮.১ এবং এনএফ.৭-এর সংক্রমণ লক্ষণীয়। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, কোন উপসর্গ দেখলে বুঝতে পারবেন করোনা সংক্রমিত? কোন উপসর্গ শরীরে দেখা দিলেই কোভিড টেস্ট করাতে হবে?

এনবি ১.৮.১ এর সংক্রমণের লক্ষণ, উপসর্গ-

হু-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এনবি ১.৮.১ মূলত কম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তবে এর ভ্যারিয়েন্টের বেশকিছু উপসর্গ লক্ষ করা গিয়েছে। যেমন- গলা ব্যথা, ক্লান্তি, হালকা কাশি, জ্বর, পেশিতে ব্যথা, নাক বন্ধ হওয়া, মাথা ব্যথা, বমি বমি ভাব এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা। যদিও ওই ভ্যারিয়েন্টে আক্রান্তদের মৃদু উপসর্গ লক্ষণীয় বলে জানা গিয়েছে। 

২০২৫ সালের মে পর্যন্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এলএফ.৭ এবং এনবি.১.৮.১ সাবভেরিয়েন্টগুলিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং হিসাবে শ্রেণিবদ্ধ করেছে, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে নয়।কিন্তু চিন এবং এশিয়ার নানা জায়গায় এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ইতিমধ্যে।


কেন্দ্রের তথ্য, কেরলে এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যা ৪৩০। ১৯ মে-র পর, কয়েকদিনে সংক্রমণ বেড়েছে ৩৩৫। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ২০০ পার। ১৯ মে-র পর সে রাজ্যে এক ধাক্কায় ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। দিল্লিতে মোট সংক্রমিতের সংখ্যা ১০৪। ১৯ মে-এ পর নতুন করে ৯৯ জন আক্রান্ত হয়েছেন দিল্লিতে। গুজরাটে ১৯ মে-র পর নতুন করে ৭৬ জন আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৮৩। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০২৫ সালের মধ্যে কেরলে সম্প্রতি করোনায় মৃত্যু হয়েছে একজনের।