আজকাল ওয়েবডেস্ক: জেলে রয়েছেন আপের নেতা সঞ্জয় সিং। তবে জেলে থাকা অবস্থাতেই আম আদমি পার্টি তাঁকে পুনরায় সাংসদ হিসেবে মনোনীত করেছিল। তিনি নির্বাচিত হয়েছে। এবার আদালতের পক্ষ থেকে তিহার জেলকে নির্দেশ দেওয়া হয়েছে, সঞ্জয় সিং-কে শপথ গ্রহণ করানোর জন্য সংসদে নিয়ে যাবে জেল কর্তৃপক্ষ। দিল্লি আবগারী দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় সিং। আদালত জেলা সুপারকে নির্দেশ দিয়েছে, ১৯ মার্চ শপথ গ্রহণ করার জন্য সঞ্জয় সিংকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সংসদে নিয়ে যেতে হবে। শপথ গ্রহণের পর তাঁকে ফের কারাগারে ফিরিয়ে আনতে হবে। সঙ্গেই বলা হয়েছে, এই সময়কালে সঞ্জয় সিং কোনওভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তিনি এই মামলায় যুক্ত অপর কোনও সন্দেহভাজন, অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে কথা বলতে পারবেন না। কোনও জনসভা বা কোনও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না বলেও জানানো হয়েছে।