আজকাল ওয়েবডেস্ক: দিল্লি-মুম্বই রাজধানী এক্সপ্রেসে চরস নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত এক দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে এনডিপিএস (NDPS) আইনের অধীনে গঠিত বিশেষ আদালত। বড়োদরার এই আদালত অভিযুক্ত ইকবাল খান ও তাঁর স্ত্রী সামিরা খানকে ১ লক্ষ টাকা করে জরিমানাও করেছে।

২০২০ সালের অক্টোবরে আহমেদাবাদ এনসিবি (NCB) একটি গোপন সূত্রের ভিত্তিতে রাজধানী এক্সপ্রেসের এ-৫ কোচে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের ব্যাগ থেকে চরস উদ্ধার হয়, যা পরে পরীক্ষায় প্রমাণিত হয়।

বিচারক এস বি মানসুরি রায়ে বলেন, “এই অপরাধ সমাজের জন্য ক্ষতিকর এবং ন্যূনতম সাজা দিলে বিচার ব্যবস্থার উদ্দেশ্য ব্যর্থ হবে।”

আসামিদের বিরুদ্ধে NDPS আইনের ৮(সি), ২০(সি) ও ২৯ ধারায় মামলা রুজু হয়। আদালত জানায়, প্রক্রিয়া মেনে নিষিদ্ধ মাদকদ্রব্য আটক ও নমুনা পরীক্ষা করা হয়েছে, যা আদালতে প্রাথমিক প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে।