আজকাল ওয়েবডেস্ক : তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সংখ্যালঘু তাস। কংগ্রেস ঘোষণা করল সংখ্যালঘুদের উন্নয়নের খাতে তারা বাজেট বৃদ্ধি করবে। এই বাজেট হল প্রায় চার হাজার কোটি টাকা। এছাড়াও তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে সেখানে ছয় মাসের মধ্যে জাতি গণনা করা হবে। সমস্ত সংখ্যালঘুরা যাতে কাজ, শিক্ষা এবং সরকারি সুবিধা পায় সেদিকে নজর রাখবে কংগ্রেস সরকার। এর পাশাপাশি এক হাজার কোটি টাকা খরচ করা হবে সংখ্যালঘু বেকার এবং মহিলাদের জন্য। এর পাশাপাশি বিভিন্ন ধর্মগুরুদের জন্যও ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করল কংগ্রেস। যে সমস্ত সংখ্যালঘুদের ঘর নেই তাদের এককালীন ৫ লক্ষ টাকা করে ঘর তৈরির জন্য দেওয়া হবে। এখানেই থেমে থাকেনি কংগ্রেস। সংখ্যালঘু সম্প্রদায়ের বিয়েতে সরকারের পক্ষ থেকে ১ দশমিক ৬ লক্ষ টাকা করে দেওয়া হবে। এদিকে কংগ্রেসের এই ঘোষণার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী বিজেপি শিবির জানিয়েছে, দেশ স্বাধীনতার লাভের পর থেকে কংগ্রেস সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি। আর এখন বিজেপির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে তারা এই ধরণের ঘোষণা করছে। কিন্তু শুধু সংখ্যালঘুদের নিয়ে ভোটে জেতা যায় না। প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের স্কিমগুলি সকলের জন্যেই করা হয়েছে। তাই কংগ্রেসের এই প্রতিশ্রুতি ধোপে টিকবে না।