আজকাল ওয়েবডেস্ক : হরিয়ানা ভোটে বিজেপির ফল অনেক ভাল হয়েছে। কংগ্রেস শিবির অনেকটা পিছিয়ে পড়েছে। মঙ্গলবার বিকালে এই ফল নিয়ে আশঙ্কা প্রকাশ করল হাত শিবির। তারা নির্বাচন কমিশন এর কাছে এই ফলের সত্যতা নিয়ে প্রশ্ন করল। 

 

এদিন কংগ্রেস জানিয়ে দিল ভোটের ফল নিয়ে কিছুই তারা বুঝতে পারল না। যেখানে প্রথম দিকে ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু যত সময় গড়াতে থাকে গেরুয়া শিবির তত এগিয়ে যেতে থাকে। পরে বিকালে স্পষ্ট হয়ে যায় যে ফের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। 

 

যদিও কংগ্রেস শিবিরের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে সঠিক ভাবে ভোট গণনা করা হয়েছে। তাই এই ফল নিয়ে কোনও অভিযোগ থাকতে পারে না। 

 

 হরিয়ানাতে তৃতীয়বার ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি শিবির। আর সূত্রের খবর ফের একবার হরিয়ানার মুখমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নায়াব সিং সাইনি। বিগত দিনে তিনি যেভাবে এই রাজ্যে নিজের দায়িত্ব পালন করেছেন তাতে ফের তাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে শেষ সিদ্ধান্ত নেবে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

 

 হরিয়ানা ভোটে ফের গেরুয়া শিবিরের জয়জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ টি আসনের মধ্যে ৪৯ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছে হাত শিবির। 

 

হরিয়ানায় নির্বিঘ্নে সরকার গড়বে কংগ্রেস। ম্যাজিক ফিগার তো বটেই, ৬৪টি পর্যন্ত আসন জিতবে হাত শিবির। নির্বাচনের পরে এমনটাই দাবি ছিল সাতটি বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু এক্সিট পোলের সেই পরিসংখ্যান ভুল প্রমাণিত হল ভোটগণনা শুরু হতেই। কংগ্রেসকে পিছনে ফেলে অনেকখানি এগিয়ে যায় বিজেপি।