আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে পরিবেশ পরিবর্তন হচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে চলছে নানা দৈনন্দিন পরিবর্তন। আইএমডি-র এক কর্তা এবার অন্য কথা শোনালেন। আইএমডি-র ডিজিএম মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, পরিবেশ পরিবর্তন একটি সাধারণ প্রক্রিয়া। কিন্তু বিগত ১০ বছরে এই পরিবর্তন অতি দ্রুত হয়েছে।

 

এর প্রধান কারণ বিশ্ব উষ্ণায়ন। প্রতি বছর পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ। তবে অনেকেই হয়তো জানেন না এই পরিবর্তনের ফলে সমুদ্রের ঢেউয়েরও পরিবর্তন হয়েছে। প্রচন্ড তাপমাত্রা এবং ভারী বৃষ্টির ফল পৃথিবীর সমস্ত প্রাণীদের দেহে নানা ধরণের সমস্যা তৈরি হয়েছে। গাছের দেহেও এই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে এই পরিবর্তন আরও বেশি মাত্রায় ধরা পড়ছে।

 

মানুষ কোনও চিন্তাভাবনা না করে প্রচুর গাছ কেটে ফেলছে। ফলে সমুদ্রপৃষ্ঠ এবং স্থলভাগের মধ্যে প্রচুর তাপমাত্রার হেরফের ঘটছে। আগামীদিনে যদি বড় কোনও সাইক্লোন আসে তবে সেদিন সমুদ্র তীরের শহর বা গ্রামগুলি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। যদি অবিলম্বে এই পরিস্থিতি মোকাবিলা না করা হয় তবে প্রচুর জীবনহানি ঘটবে।

 

যেভাবে বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ হয়ে চলেছে তা এই ভবিষ্যতের দিকেই ইঙ্গিত দিচ্ছে। যদি কোনও সাইক্লোন এখানে তৈরি হয় তবে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই আগে থেকে সাবধান না হলে সামনে বড় বিপদ অপেক্ষা করে রয়েছে।