আজকাল ওয়েবডেস্ক: দুই বোন। একজনের বয়স ৮, একজনের বয়স ৯। খেলনা নিয়ে দু’ জনের মধ্যে ঝগড়া হয়। উপস্থিত ছিলেন বাবা। দুই বোনের ঝামেলায় মেজাজ হারালেন কি তিনি? সর্বভারতীয় এক সংবাদ সংস্থা জানাচ্ছে, ঝগড়ার মাঝেই এক মেয়েকে মারতে শুরু করেন বাবা। তাতে পরিণতি হল ভয়াবহ। প্রাণ হারাল মেয়ে। আহত অপর মেয়েও।

 

সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা জানাচ্ছে, ঘটনাস্থল ছত্তিশগড়। জানা গিয়েছে, ওই দুই বোনের নাম আলিসা এবং আলিনা। আলিসা পারভিন, তার বয়স ৮, আলিনার বয়স ৯।

 

তাদের বাবা সলমন আলি, পেশায় মেকানিক। বাড়িতে দুই মেয়েকে ঝগড়া করতে দেখে মেজাজ হারায়। পড়শীরা জানাচ্ছেন, মেজাজ হারিয়ে মেয়েদের লাথি এবং ঘুষি মারে সলমন। মেয়েদের কান্না-চিৎকারের শব্দ পেয়েই স্থানীয়রা ছুটে যান সেখানে। তড়িঘড়ি দু’ জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ছোট বোন আলিসাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পড়শীরা খবর দেন পুলিশে। পুলিশ আলিসার দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। আটক করা হয়েছে সলমনকেও।