আজকাল ওয়েবডেস্ক : চণ্ডীগড় প্রশাসনের নতুন পদক্ষেপ। এবার থেকে সেখানে সমস্ত ধরণের দোকান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলি খোলা থাকবে ২৪ ঘন্টা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মহিলা কর্মচারীদের রাত ৮ টার পর কাজ করানো যাবে না। যদি মহিলারা রাতে কাজ করতে চায় তবে তাঁদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তবে মহিলাদের রাতে কাজ করার ক্ষেত্রে তাঁদের লিখিত সম্মতি থাকতে হবে। চণ্ডীগড়ে দোকান এবং বাণিজ্য কেন্দ্রগুলিতে ব্যবসা বৃদ্ধির জন্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে মদের দোকান, বার এবং পাবগুলির সময়সীমা আগে যেমন ছিল তেমনই রাখা হয়েছে বলে খবর। তবে সমস্ত কর্মচারীদেরই কাজের শিফট যেন ভাগ করা থাকে বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন। সমস্ত কর্মচারীদের জন্য সপ্তাহে একদিনের বিশ্রাম এবং প্রতি ৫ ঘন্টা অন্তর ৩০ মিনিটের বিরতির কথাও বলা হয়েছে। সমস্ত কর্মচারীদের দৈনিক ৯ ঘন্টা করে কাজ করার বিষয়টিও উল্লেখ রয়েছে সেখানে। পাশাপাশি সমস্ত দোকান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিতে সিসিটিভি বসানো বাধ্যতামূলক বলেও জারি করা হয়েছে নির্দেশিকা।
