আজকাল ওয়েবডেস্ক: বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) কার্যক্রম ঘিরে ১২টি রাজ্যে বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যেই সংসদে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার।
জানা যাচ্ছে, আগামী ১০ ডিসেম্বর বিস্তৃত পরিসরে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় আগ্রহী কেন্দ্র। তবে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে খবর, ভোটার তালিকা ‘সংশোধন’ বিষয়ে আলোচনায় এখনও প্রস্তুত নয় বলে দাবি করছে কেন্দ্র।
কিন্তু দেশজুড়ে বিরোধীদের প্রবল চাপের মুখে আগামী ডিসেম্বর মাসের শুরুতে সংসদে এসআইআর নিয়ে আলোচনা হলেও হতে পারে।
কেন্দ্রের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, সংসদে ‘বন্দে মাতরমের ১৫০ বছর’ উপলক্ষে আলোচনা আগে নেওয়া উচিত।
যেহেতু বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি ৭ নভেম্বর, তাই এই বিষয়টিকেই অগ্রাধিকার দিতে চাইছে সরকার। এসআইআর প্রসঙ্গে সংসদে আলোচনা নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘এসআইআর নিয়ে কোনও আলোচনা সম্ভব নয়। বিরোধীরা প্রতিবাদ চালিয়ে গেলে সরকার নিজের বিল নিয়েই এগোবে।’
কিন্তু বিরোধীদের অবস্থান ভিন্ন। তাদের দাবি প্রথমে নির্বাচনী সংস্কার ও এসআইআর নিয়ে আলোচনা করতে হবে। এরপর বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষ্যে আলোচনা করা যেতে পারে।
উল্লেখ্য, এসআইআর চলাকালীন বাংলাতেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নির্বাচনে কমিশনে চিঠিও লিখেছে রাজ্যের শাসক দল তৃণমূল।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, যে সমস্ত বিএলও-দের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারদের দু’লক্ষ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই দুটি পরিবারকে দেওয়া হয়েছে।
অনেকে সম্মানের সঙ্গে নিতে চান না। যাঁরা নিতে চাইবেন তাঁদের দেওয়া হোক। যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে তাঁদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।
তিনি জানান, এসআইআরে যাঁদের মৃত্যু হয়েছে বা স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি আছেন অনেকে। মুখ্যমন্ত্রী জানান, ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন হাসপাতালে আশঙ্কাজনক বিএলও সমেত।
আত্মহত্যার চেষ্টা করে আশঙ্কাজনক অবস্থায় অনেকে ভর্তি। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা, যাঁরা আহত তাঁদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। সরকার পরিবারগুলির পাশে আছে।
