আজকাল ওয়েবডেস্ক:‌ বিয়ে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে বরের গাড়ি। ঘটনাস্থলেই মারা যান পাঁচ জন। ছ’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌইতে।


জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া সকলে কুসুমা গ্রামে একটি বিয়েবাড়ি থেকে পাটিয়ানিম গ্রামে ফিরছিলেন। ওই গাড়িতেই ছিলেন বর। তিনি সবে বিয়ে করে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আলমনগরের কাছে আসতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানেই বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। 


দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ও দমকল আধিকারিকরা পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থল থেকে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি ছ’জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


পালি থানার সার্কেল অফিসার অনুজ কুমার মিশ্র বলেছেন, ‘‌অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত চলছে।’‌