আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় যুবকের সঙ্গে ভাঙরা নাচে তাল মেলালেন এক কানাডিয়ান তরুণী। এই কাণ্ডের জেরে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছেন ওই তরুণী। এরপরেই তা নিয়ে শুরু হয়েছে চৰ্চা। 

অনেকেই আছেন যাঁরা বিদেশীদের ভারত সমর্থনকে পছন্দ করেন। আবার এমন কিছু মানুষও বিদ্যমান যাঁরা বিদেশীদের একে বারেই ভাল নজরে নেন না।  এমনকি সাংস্কৃতিক  অনুষ্ঠানে বিদেশীদের অংশগ্রহণও পছন্দ করেন না। 

সম্প্রতি পাঞ্জাবি গানের সঙ্গে তাল মিলিয়ে কানাডিয়ান তরুণীর ভাঙরা নাচের দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, পেশায় শিক্ষিকা ওই বিদেশিনী। ছাত্রদের কোর্স শেষ হওয়ার আনন্দে, আচমকাই নাচতে শুরু করেছেন তিনি।

ভাইরাল ভিডিওটিতে ভারতীয় ছাত্রের সঙ্গে বিদেশিনী শিক্ষিকাকে নাচে মত্ত থাকতে দেখা যাচ্ছে। ওই বিদেশনীর নাচ দেখলে মনেই হচ্ছে না যে তিনি প্রথমবার নাচের চেষ্টা করেছে। 

কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। এক ব্যক্তি তরুণীর ভূয়সী প্রশংসা করে লিখছেন,  'অসাধারন নেচেছেন বিদেশিনী শিক্ষিকা।' আরও এক ব্যক্তি প্রশ্ন করে লিখেছেন, 'এটি কী মহিলার প্রথম নাচ? যদি তা হয় তাহলে দারুণ চেষ্টা।'