আজকাল ওয়েবডেস্ক : নেপালে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস পড়ল নদীতে। ইতিমধ্যেই ঘটনার জেরে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। বাসে মোট ৪০ জন যাত্রী ছিল বলেই খবর। টানাহুন জেলায় একটি নদীতে পড়ে যায় বাসটি। কাঠমাণ্ডু থেকে বাসটি আসছিল বলেই জানা গিয়েছে।
বিগত মাসেই নেপালের চিতওয়ান জেলায় ভূমিধসের ফলে দুটি বাস ত্রিশূলী নদীতে পড়ে যায়। এরফলে মারা গিয়েছিলেন ৬ ভারতীয়। সেই বাসে ৬৫ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে সাতজন ভারতীয় ছিলেন। এই দুটি বাসের যাত্রীরাই নদীর জলে ভেসে গিয়েছিল। সাঁতার দিয়ে পাড়ে ওঠেন তিনজন যাত্রী।
দ্রুত উদ্ধারকাজ করে বাকিদের পাড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিগত কয়েকদিনে নেপালের পরিস্থিতি ঠিক নয়। সেখানে বর্ষার জন্য বিভিন্ন রাস্তায় ধস নামছে। এরফলে বিভিন্ন সময় যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।
