আজকাল ওয়েবডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সকাল ১১টায় বাজেট বক্তৃতা শুরু করেন। শুরুতেই বিরোধীরা প্রবল হট্টগোল শুরু করেন। স্পিকার ওম বিড়লার অনুরোধ সত্ত্বেও থামেনি হট্টগোল। প্রায় ১০ মিনিট পর শান্ত হয় সংসদ।
বাজেটে বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার করা হবে বলে জানান অর্থমন্ত্রী। ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি মহিলাদের জন্য বিশেষ ঋণ কর্মসূচি। উদ্যোগপতি মহিলাদের আগামী পাঁচ বছরে ২ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে জানান নির্মলা। এর পরেই অর্থমন্ত্রীর ঘোষণা, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের গিগ কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার সচিত্র পরিচয়পত্র এবং রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে। কেন্দ্রে ই-শ্রম পোর্টালে সেই সুবিধা পাবেন গিগ কর্মীরা। এর পাশাপাশি স্বাস্থ্যবিমার সুযোগও থাকছে ওই সব কর্মদের জন্য। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় সকল কর্মীদের স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে। এৎ ফলে প্রায় এক কোটি গিগ কর্মীদের সুবিধা হবে।
নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১-এ দেশে গিগ-কর্মীর সংখ্যা ছিল ৭৭ লক্ষ। ২০২৯-৩০-এ তা ২ কোটি ৩৫ লক্ষে পৌঁছে যাবে বলে অনুমান। গিগ-কর্মীদের সংগঠন আইএফএটি (ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ-বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স)-এর বহুদিনের দাবি, গিগ-কর্মীদের অভিন্ন পরিচয়পত্র হোক। তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দেওয়া হোক।অ্যাপ-সংস্থাগুলি কর্মীদের কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ই-শ্রম পোর্টাল বা রাজ্য সরকারের পোর্টালে নাম নথিভুক্ত করার দায়িত্ব নিক। সেই ঘোষণাই শনিবার করলেন অর্থমন্ত্রী।
