আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আর আট দিন বাকি। তার আগেই বিয়েবাড়িতে হুলস্থুল কাণ্ড। বিয়ের শপিংয়ের অজুহাতে একসঙ্গে বেরিয়েছিলেন কনের মা ও হবু জামাই। দীর্ঘক্ষণ তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে জানা গেল, হবু জামাইয়ের হাত ধরেই পালিয়ে গেছেন কনের মা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। পুলিশ জানিয়েছে, ১৬ এপ্রিল বিয়ে ঠিক ছিল। মেয়ের জন্য পছন্দমতো পাত্র খুঁজে এনেছিলেন মা। কিন্তু সম্বন্ধ দেখার দিন থেকেই পাত্রের সঙ্গে কনের মায়ের ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের দিনক্ষণ ঠিক করার পর, প্রায়ই কনের মায়ের সঙ্গে দেখা করতে আসতেন হবু জামাই।
দিন কয়েক আগেই হবু বউকে ছেড়ে, হবু শাশুড়িকে একটি দামি ফোন উপহার দিয়েছিলেন পাত্র। তখনই অনেকের সন্দেহ হয়েছিল। কিন্তু এটি স্রেফ প্রণামী বলে জানিয়েছিলেন ওই যুবক। কিন্তু দু'জনের মাখো মাখো সম্পর্কের জেরে অস্বস্তি বোধ করতেন পাত্রী ও তাঁর বাবা।
অবশেষে আজ বাড়ি থেকে দু'জনে একসঙ্গে বের হন। কয়েক ঘণ্টা পরেও বাড়ি না ফেরায় পাত্রীর বাবার সন্দেহ হয়। তখনই আলমারি খুলে দেখেন, মেয়ের বিয়ের সমস্ত সোনার গয়না, নগদ টাকা, উপহার নিয়ে হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন কনের মা। দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে পরিবার। যুগলের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
