আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে তুমুল হুল্লোড়। খাওয়াদাওয়া, নাচগানে ব্যস্ত সকলে। আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল সারেন পাত্র ও পাত্রী। তারপরেই তুমুল চাঞ্চল্য ছড়াল। মালাবদলের পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন পাত্রী। নববধূকে ছাড়াই বাড়ি ফিরলেন পাত্র। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে। সোমবার পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি ছিল শনিবার রাতে। বিয়েবাড়িতে মালাবদলের কিছুক্ষণ পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এক কনে। উন্নাওয়ের পুরওয়া গ্রামের ঘটনাটি ঘটেছে। 

পুলিশ আরও জানিয়েছে, শনিবার সন্ধ্যায় অজয়পুর গ্রামে বরযাত্রীদের শোভাযাত্রা পৌঁছয়। সেখানেই দুই পরিবারের সদস্যরা হুল্লোড়ে মেতে ওঠেন। নাচগানের আবহে অতিথি আপ্যায়নেও কোনও ত্রুটি ছিল না। সেই সময়েই বিয়ের মণ্ডপে প্রথমে পাত্র ও পাত্রী রীতি অনুযায়ী মালাবদল সারেন। প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে শুধুমাত্র মালাবদল করেছিলেন ওই কনে। 

মালাবদলের পর কয়েক মিনিটের জন্য নিজের ঘরে গিয়েছিলেন পাত্রী। সেই সময় বিয়ের বাকি আচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পাত্রের পরিবারের সদস্যরা। কয়েক মিনিট পর সাত পাকে ঘোরার কথা ছিল। তখনই ঘরে গিয়ে পাত্রীর খোঁজ শুরু করেন আত্মীয়রা। কিন্তু ঘরের দরজা খুলতেই সকলে আঁতকে ওঠেন। সেই ঘরেই ছিলেন না কনে! 

বিয়ের আসর থেকে কনের পালিয়ে যাওয়ার ঘটনা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এমনকী কনের বাবাও জানতে পারেন, স্থানীয় এক যুবকের সঙ্গেই মেয়ে পালিয়ে গেছেন। এরপর কনের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। কনে স্পষ্ট জানিয়ে দেন, প্রেমিকের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তিনি। তাঁর সঙ্গেই সংসার করতে চান। 

বিষয়টি জানাজানি হতেই দুই পরিবারের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। তবে হাতাহাতি হয়নি। হুমকিও দেননি কেউ কাউকে। হতাশ হয়ে নববধূকে ছাড়াই পাত্রকে নিয়ে বরযাত্রীরা ফিরে যান। কনের বাবা স্থানীয় ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

প্রসঙ্গত, চলতি বছরে মে মাসে আরেকটি ঘটনা ঘটেছিল। সকলের চোখে 'আদর্শ যুগল'! দু'জনে যেন একে অপরের পরিপূরক। প্রেমে হাবুডুবু খেতেন দু'জনেই। মাঝে মাঝে ঝামেলা হলেও মিটমাট হয়ে যেত দ্রুত। দু'জনের রসায়ন দেখে বাইরে থেকে অনেকে অবাক হয়ে যেতেন। সেই 'আর্দশ যুগল'-এর বিয়ে টেকেনি এক ঘণ্টাও। বিয়ের কয়েক মিনিট পরেই তরুণী জানতে পারলেন স্বামীর আসল কেচ্ছা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেলবোর্নের বাসিন্দা কাইলি সম্প্রতি একটি রেডিও চ্যানেলে হৃদয়বিদারক ঘটনাটি শেয়ার করেছেন। তরুণী জানিয়েছেন, সারাজীবন একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নেওয়ার কয়েক মিনিট পরেই বিয়ের আসর থেকে স্বামী গায়েব হয়ে যান। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জানতে পারেন, তাঁর তুতো বোনের সঙ্গেই পালিয়ে গেছেন স্বামী। 

তরুণী জানিয়েছেন, ছ'বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। একসঙ্গেই বিয়ের পরিকল্পনা করেন। বিয়ের দিন হাসিখুশি মেজাজেই ছিলেন তিনি। প্রতিশ্রুতি নেওয়ার পরেও আত্মীয়ের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছিল তাঁকে। ঠিক কয়েক মিনিট পর বিয়ের আসরে আর তাঁকে পাওয়া যায়নি। সব জায়গায় খুঁজতে শুরু করেন। সেই দিন থেকে এখনও পর্যন্ত যুবকের আর দেখা পাননি তরুণী। এমনকী কোনও বার্তাও পাঠাননি। 

তরুণী জানান, তাঁর তুতো বোনের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যুবক। বিয়ের দিন সেই বোনের সঙ্গে পালিয়ে যান‌। কেউ কাউকে বুঝতে দেননি। দু'জনের কেচ্ছা জানতে পেরে আত্মীয়রাও চমকে ওঠেন।