আজকাল ওয়েবডেস্ক: ফের বিমানে বোমাতঙ্ক। এই নিয়ে গত তিন দিনে ১২ টি বিমানে বোমাতঙ্কের খবর ছড়াল। গত সোমবার তিনটি আন্তর্জাতিক রুটের বিমানে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়েছিল। তল্লাশিতে মেলেনি কিছুই। মঙ্গলবার দেশের ৭টি উড়ানে ফের বোমাতঙ্ক। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট, ও আকাসা এয়ারের বিমানে বোমা রাখা আছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সব ক্ষেত্রেই জরুরি অবতরণ বা টেক অফের আগে তল্লাশি অভিযান করা হয়। কিন্তু সন্দেহজনক কিছুই মেলেনি। ঘটনার জেরে প্রবল হয়রানির শিকার হন যাত্রীরা।
 
 বুধবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার বেঙ্গালুরুগামী আকাসা এয়ার ও দিল্লিগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখা রয়েছে বলে খবর আসে। আকাসা এয়ারের তরফে বলা হয়েছে, যে বিমানটিতে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায় সেটিতে ১৭৭ জন যাত্রী ও সাত জন ক্রু মেম্বার ছিলেন। বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে এনে তল্লাশি শুরু হয়। অন্যদিকে ইন্ডিগোর মুম্বই–দিল্লির একটি বিমানেও বোমা রাখা আছে বলে খবর আসে। বিমানটিকে তড়িঘড়ি আমেদাবাদে ল্যান্ডিং করানো হয়। কিন্তু তল্লাশিতে কিছুই মেলেনি। 
 
 এদিকে, বিমানে বোমাতঙ্কের ভুয়ো খবর ছড়ানো নিয়ে সংসদের বিশেষ কমিটি এদিন বৈঠকে বসে। বৈঠকে ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু। জানা গেছে, ভুয়ো বোমাতঙ্কের ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানা গেছে। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
