আজকাল ওয়েবডেস্ক: অসমের ব্রক্ষ্মপুত্র নদে উল্টে গেল একটি যাত্রীবোঝাই নৌকা। বুধবার সকালে অসমের নলবাড়ি জেলার কাছে ব্রহ্মপুত্র নদে বেশ কয়েকজন স্কুলপড়ুয়া এবং যাত্রী-সহ একটি নৌকা ডুবে যায়। পেরাধারা ফেরিঘাট থেকে লারকুচি যাওয়ার সময় নদীর মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নৌকায় স্কুলে পড়ুয়ারা ছাড়াও বেশ কয়েকজন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই, জেলা পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারাও। ডুবুরি এবং আপতকালীন দলগুলিকে কাজে লাগানো হয়েছে।

নিখোঁজের সঠিক সংখ্যাটি এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন স্কুল পড়ুয়া এখনও নিখোঁজ। জেলা প্রশাসন উত্তাল নদে অনুসন্ধান চেষ্টা জোরদার করার জন্য সমস্ত পদ্ধতি অবলম্বণ করছে। ঘটনাস্থলে পৌঁছনো বাসিন্দাদের একজন বলেন, "অনেক স্কুল পড়ুয়া-সহ শতাধিক লোক নৌকায় ছিল। ব্রহ্মপুত্র নদের মাঝখানে হঠাৎ নৌকাটি উল্টে যায়। অনেক শিশু নিখোঁজ রয়েছে।"

উদ্ধারকারী নৌকা এবং ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, নিখোঁজ পড়ুয়া এবং অন্যান্য দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের শীঘ্রই খুঁজে বার করা সম্ভব হবে।