আজকাল ওয়েবডেস্ক : ৪০ ঘন্টা চেষ্টার পরও বাঁচানো গেল না তিমি শাবককে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায়। তিমিটির ওজন ছিল প্রায় ৪ টন। সমুদ্রের স্রোতের টানে সে ভেসে এসেছিল পাড়ে। সেখান থেকে আর ফিরে যেতে পারেনি। ৩৫ ফুটের প্রাণীটিকে সমুদ্রে ফেরাতে প্রায় ৪০ ঘন্টা মরিয়া চেষ্টা চালানো হয়। তবে সকলের চেষ্টা ব্যর্থ করে দিলে মৃত্যুবরণ করে তিমি শাবকটি। তিমিটিকে জলে ফেরত পাঠাতে বনকর্মীদের পাশাপাশি হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। তিমিটিকে তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেরত পাঠানোর একটি চেষ্টাও করা হয়। গভীর সমুদ্রে গিয়ে নিজের মত সাঁতারও কাটছিল সে। কিন্তু জল থেকে সমুদ্রতীরে আসার সময় তাঁর দেহের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপরই মৃত্যু হল তিমিটির। তিমিটির দেহ উদ্ধার করে চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে।