আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার দাদরিতে জয়লাভ করেছেন সুনীল সাংওয়ান। এবারের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে ভোটের প্রার্থী হয়েছিলেন। তাঁর আরও পরিচয় আছে। তিনি হরিয়ানার কারাগারের প্রাক্তন আধিকারিকও বটে। স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে ছয় বার প্যারোলে মুক্তি দিয়েছেন এই নবনির্বাচিত বিধায়ক।
সবচেয়ে উল্লেখযোগ্যপূর্ণ, এই আসনটিতে প্রথমবারের জন্য জয়লাভ করল বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মনীষা সাংওয়ানকে হারিয়েছেন ১৯৫৭ টি ভোটের ব্যবধানে। তবে কি রাম রহিমের মুক্তিই জেতার ক্ষেত্রে প্রভাব ফেলেছে? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, ভোটের ঠিক আগেই ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু ফের একবার প্যারোলে মুক্তি পান। সেখানকার স্থানীয় এক সংবাদপত্রে প্রকাশিত হয়, ভোটের ঠিক তিনদিন আগে রাম রহিমের দলের লোকেরা ছয়টি জেলা জুড়ে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার প্রচার চালায়।
ধর্ষণে অভিযুক্ত রাম রহিমের প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে আপত্তি তুলেছিল কংগ্রেস। দাবি ছিল, স্বঘোষিত ধর্মগুরু ভোট দানের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
হরিয়ানায় অক্টোবরে এক দফাতেই হয় ভোট দান প্রক্রিয়া। বুথ ফেরত সমীক্ষা বলেছিল, কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে এই নির্বাচনে। কিন্তু গণনা শুরু হতেই দেখা যায় এগিয়ে রয়েছে বিজেপি। ফের একবার হরিয়ানার মুখমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নায়াব সিং সাইনি। ২০২৪ এ গেরুয়া শিবির এই নিয়ে হ্যাটট্রিক করল হরিয়ানা বিধানসভায়। এই প্রথম কোনও দল রাজ্যে পরপর টানা তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হল।
