আজকাল ওয়েবডেস্ক: ফের কেজরিওয়াল প্রসঙ্গে বিজেপি সরকারকে বিঁধল আপ। আপের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করলেন দিল্লির মন্ত্রী আতীশি। তিনি সেখানে বলেন, বিজেপি সরকার কেজরিওয়ালের জীবন নিয়ে খেলা করছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তিহার জেরে কেজরিওয়ালের সঠিক খেয়াল রাখা হচ্ছে না। বিজেপি সরকারের তালে তাল দিয়ে তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে কেজরিওয়াল ভাল আছেন। কিন্তু সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে কোনও যত্নই নেওয়া হচ্ছে না। কেজরিওয়াল এমনিতেই সুগারের রোগী। এরপর যদি দ্রুত তাঁর সুগারের পরিমান কমতে থাকে তবে তিনি কোমা বা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।
আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ইতিমধ্যেই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ইতিমধ্যেই সাড়ে আট কেজি কমেছে। পাশাপাশি তাঁর রক্তে সুগারের মাত্রাও কমছে প্রতিদিন। কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে আপের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তিহার জেল কর্তৃপক্ষ। তাঁদের দাবি কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে নিয়মিত নজর রাখা হচ্ছে। জেলে সুস্থই রয়েছেন কেজরিওয়াল।
আতীশির আরও দাবি, ইডি এবং সিবিআই যে মামলায় কেজরিওয়ালকে জেলে ভরেছে তা ভিত্তিহীন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন দিলেও সিবিআইয়ের করা মামলার জেরে জেল থেকে বের হতে পারছেন না কেজরি। দিল্লি হাই কোর্ট কেজরির জেল হেপাজতের মেয়াদ ২৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।
আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ইতিমধ্যেই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ইতিমধ্যেই সাড়ে আট কেজি কমেছে। পাশাপাশি তাঁর রক্তে সুগারের মাত্রাও কমছে প্রতিদিন। কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে আপের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তিহার জেল কর্তৃপক্ষ। তাঁদের দাবি কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে নিয়মিত নজর রাখা হচ্ছে। জেলে সুস্থই রয়েছেন কেজরিওয়াল।
আতীশির আরও দাবি, ইডি এবং সিবিআই যে মামলায় কেজরিওয়ালকে জেলে ভরেছে তা ভিত্তিহীন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন দিলেও সিবিআইয়ের করা মামলার জেরে জেল থেকে বের হতে পারছেন না কেজরি। দিল্লি হাই কোর্ট কেজরির জেল হেপাজতের মেয়াদ ২৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।
