আজকাল ওয়েবডেস্ক : তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বরখাস্ত করার দাবিতে সরব বিজেপি। এছাড়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করার আর্জিও করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে এই বিষয়ে চিঠি দিলেন ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি।  

 

সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, নিশিকান্ত দুবে এবং অপরাজিতা সারঙ্গির লেখা চিঠিতে সংসদীয় বিধির ৩১৬বি (এ) ধারার উল্লেখ করা হয়েছে। কল্যাণের আচরণ ক্ষমার যোগ্য নয় বলেও দাবি করা হয়েছে। সেই কারণে একদিনের সাসপেনশন যথেষ্ট নয় বলেই মনে করছেন গেরুয়া শিবিরের তিন সাংসদ। তাঁদের মতে, কল্যাণকে যত তাড়াতাড়ি সম্ভব বরখাস্ত করা উচিত।

 

দিল্লিতে ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জির বোতল ভাঙার বিষয়টি নিয়ে এখন রাজনীতি উত্তপ্ত। তাঁর সদস্যপদ বাতিলের দাবিতে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছে বিজেপি। ওয়াকফ বিলের কমিটিতে অন্তর্ভুক্ত বিজেপি সদস্যরা স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখেছেন এবং লোকসভা থেকে টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন। বিজেপি সাংসদদের লেখা চিঠিতে বলা হয়েছে যে এথিক্স কমিটির তাদের সদস্যপদ বাতিল করার কথা বিবেচনা করা উচিত।