আজকাল ওয়েবডেস্ক: সংসদ উত্তাল শাহি-মন্তব্যে। আম্বেদকর প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি সংসদে। সুর চড়িয়েছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। তার মাঝেই বৃহস্পতিবার সংসদে ধ্বস্তাধস্তি পরিস্থিতি। আহত হলেন বিজেপি নেতা। আর ধাক্কা-ঘটনায় আঙুল উঠল কংগ্রেস নেতা, সাংসদ রাহুল গান্ধীর দিকে। 

আম্বেদকর-অবমাননার অভিযোগ তুলে শুরু থেকেই ক্ষোভ উগরে দিয়েছে হাত শিবির। বৃহস্পতিবার শাহের আম্বেদকর-মন্তব্যের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। তারমাঝেই ধাক্কাধাক্কির ঘটনা। উত্তপ্ত পরিস্থিতিতে মাথায় আঘাত পান বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। ওড়িশার বালেশ্বরের সাংসদ তিনি। 

বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অন্য এক  বিজেপি সাংসদকে উত্তেজনার সময় বলতে শোনা যায়, ‘কী করলেন আপনি, ওঁকে ধাক্কা মারলেন।’ প্রতাপের অভিযোগ, তিনি সিঁড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। রাহুল অপর এক সাংসদকে ধাক্কা মারেন, তখনই ওই সাংসদ পড়েন প্রতাপের উপর, তারপরেই তিনি পড়ে যান। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে খবর সূত্রের। জানা গিয়েছে, তৎক্ষণাৎ প্রতাপচন্দ্রকে এবং অপর সাংসদকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইসিইউতে রয়েছেন তাঁরা। পীযূষ গোয়েল এবং প্রহ্লাদ যোশী তাঁকে দেখার জন্য হাসপাতালে গিয়েছেন। 

অন্যদিকে রাহুলের বক্তব্য, তিনি সংসদে ঢোকার মুখে বিজেপি সাংসদ ধাক্কা দেন। সূত্রের খবর, বৃহস্পতিবারের ঘটনায় পুলিশের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির।