আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আগে দল টিকিট না দিলেই দলত্যাগ, দেশের রাজনীতিতে এই ঘটনা নতুন নয়। টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছেন অনেকেই। তবে এবার টিকিট না পেয়ে কেঁদে আকুল হলেন বিজেপির নেতা। ফুঁপিয়ে কেঁদে প্রশ্ন করলেন, ‘আমি এবার কী করব বলুন তো?’

হরিয়ানায় নির্বাচন ৫ অক্টোবর, ৮ তারিখ গণনা। প্রাক্তন বিধায়ক শশী রঞ্জন পরমারকে এবার আর টিকিট দেয়নি দল। স্বাভাবিক ভাবেই হরিয়ানার ভোটে আর লড়াই করছেন না তিনি। সেই প্রসঙ্গেই তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে কেঁদে ভাসান তিনি। 

 

সংবাদমাধ্যমের সামনেই বলেন, তিনি ভেবেছিলেন, তালিকায় তাঁর নাম থাকবে। কিন্তু তালিকা প্রকাশের পর নিজেকে আর খুঁজে পাননি প্রার্থী-তালিকায়। তিনি এলাকার বাসিন্দাদেরও বলে দিয়েছিলেন তিনিই আবার প্রার্থী হচ্ছেন, কিন্তু দল টিকিট না দেওয়ায় প্রশ্ন, এবার তিনি সবাইকে কী বলবেন?