আজকাল ওয়েবডেস্ক: চার রাজ্য। চার রাজ্যের মানুষ নিজেদের প্রয়োজন মাফিক বেছে নিয়েছেন আগামী ৫ বছরের জন্য একটি রাজনৈতিক দলকে। কোন রাজ্যের মানুষ কোন দলের ওপর আস্থা রাখলেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সেই ছবি। বেলা বাড়তেই বাড়ছে উচ্ছ্বাস, উদযাপন। চার রাজ্যের মধ্যে বিজেপি এগিয়ে তিন রাজ্যে। স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের উচ্ছ্বাসের ছবি হিন্দি বলয় ছাড়িয়ে দেশ জুড়ে। জয়ের ইঙ্গিত মিলতেই বিজেপি নেতারা নিজেদের মতামত দিতে শুরু করেছেন।সিন্ধিয়া থেকে শিন্ডে, সকলেই কৃতিত্ব দিচ্ছেন মোদি এবং তার ডবল ইঞ্জিন সরকারকে। সঙ্গেই মনে করিয়ে দিচ্ছেন, এই টার্মেও মানুষ আস্থা রাখতে পারল না কংগ্রেসের ওপর। মধ্যপ্রদেশে চতুর্থবার ক্ষমতা হাসিলের পথে বিজেপি। চৌহান বলছেন, কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করলে উপকৃত হবেন সাধারণ মানুষ। তিন রাজ্য ছাড়াও, দেশের একাধিক জায়গায় শুরু হয়েছে উচ্ছ্বাস। উড়ছে গেরুয়া আবীর। কলকাতা সহ একাধিক জায়গায় ইতিমধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়েছে।

তিন রাজ্য বিজেপির দিকে গেলেও এক রাজ্য আপাতত কংগ্রেসের দখলে। তেলেঙ্গানার মানুষ আস্থা রাখছেন কংগ্রেসে। ইতিমধ্যে রাহুল, সোনিয়ার কাটআউট, প্ল্যাকার্ড নিয়ে মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েছেন। হায়দরাবাদে কংগ্রেস সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো। দলীয় কার্যালয়ের সামনে বাজি ফাটাচ্ছেন সমর্থকরা।