আজকাল ওয়েবডেস্ক: শ্রাদ্ধে ভুরিভোজ। মৃত মানুষকে স্মরণ করতে করতেই ভুরিভোজের চল প্রায় সব জায়গায় রয়েছে। আচার মেনে নিমন্ত্রণ করে বহু মানুষকে নিরামিষ আহার দেওয়া হয়। কিন্তু এটিই বড্ড দৃষ্টিকটু। তাই শ্রাদ্ধে এবার থেকে ভুরিভোজ নিষিদ্ধ হল বিহারের এক গ্রামে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিহারের খাগারিয়া জেলায় মহেশখুঁত পঞ্চায়েতের মহাদলিত তোলা ইংলিশ গ্রামের ৮ নম্বরে ওয়ার্ডে এই নিয়ম জারি হয়েছে। গ্রামবাসীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এবার থেকে শ্রাদ্ধে আর খাওয়াদাওয়ার আচার পালিত হবে না। কোনও পরিবারের তরফে শ্রাদ্ধে খাওয়াদাওয়ার আচার পালিত হলে, মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। 

 

হরিলাল দাসের নেতৃত্বে বৈঠকের পর সিদ্ধান্ত হয়, শ্রাদ্ধে আর কাউকেই নিমন্ত্রণ করে নানা পদের খাবার খাওয়ানো যাবে না। বরং শেষকৃত্য থেকে শুরু করে শ্রাদ্ধে গ্রামবাসীরা সকলেই উপস্থিত থাকতে পারেন। মৃত ব্যক্তিকে স্মরণ করতে পারেন। যদি নিয়ম ভেঙে কেউ শ্রাদ্ধে ভুরিভোজের আয়োজন করেন, তাঁকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা দিতে হবে। 

 

সম্প্রতি ওই গ্রামের এক যুবক বাবলু দাস জানান, তাঁর মায়ের শ্রাদ্ধে ভোজের আয়োজন করা হবে না। বাবলু অত্যন্ত দরিদ্র। শ্রাদ্ধে গ্রামবাসীদের জন্য ভোজের আয়োজন করার সামর্থ্য তাঁর ছিল না। তাই সাফ জানিয়ে দেন, মায়ের শ্রাদ্ধ সম্পন্ন হলেও, ভুরিভোজের আয়োজন তিনি করতে পারবে না। 

 

বাবলুর এই পদক্ষেপের পরেই গ্রামবাসীরা একসঙ্গে মিলে আলোচনা করেন। আলোচনায় ঠিক হয়, শ্রাদ্ধে খাওয়াদাওয়ার জন্য বাড়তি টাকা অনেকেই জোগাড় করতে পারেন না। বিশেষত আর্থিকভাবে দুর্বল পরিবারের মাথায় হাত পড়ে তখন। সকলের কথা ভেবেই এই বড়সড় নিয়ম জারি করা হয়েছে গ্রামে‌।