আজকাল ওয়েবডেস্ক: রোদে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দিন শেষ! বাড়িতে বসে মোবাইলেই দেওয়া যাবে ভোট। বিহারে সেই সুবিধাই চালু হতে চলেছে ভোটারদের জন্য। বিহার ভারতের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে মোবাইল-ভিত্তিক ই-ভোটিং চালু করা হবে। ২৮ জুন পুরসভা নির্বাচনের সময় এই ব্যবস্থা চালু করার কথা চিন্তা ভাবনা করছে বিহার নির্বাচন কমিশন।
সরকারি সূত্র অনুযায়ী, ২৮ জুন আসন্ন পুরসভা ও স্থানীয় নির্বাচনে এই ব্যবস্থা শুরু হবে। যার মাধ্যমে যোগ্য ভোটাররা তাদের স্মার্টফোন ব্যবহার করে অন্য জায়গা থেকে ভোট দিতে পারবেন।
অভিবাসী শ্রমিক, গর্ভবতী মহিলা, বয়স্ক ভোটার এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ যোগ্য ভোটাররা একটি নিরাপদ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন। সি-ড্যাক এবং বিহার রাজ্য নির্বাচন কমিশন দ্বারা তৈরি, এই সিস্টেমটি সুরক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ব্লকচেইন, মুখের স্বীকৃতি এবং লাইভ ফেস স্ক্যান ব্যবহার করা হবে।
ভোটদানে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, সিস্টেমটিতে ইভিএম-এ ব্যবহৃত ভিভিপ্যাট সিস্টেমের অনুরূপ একটি অডিট ট্রেল অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া জোরদার করার জন্য ফেস রিকগনিশন সিস্টেম (এফআরএস), ভোট গণনার জন্য অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) এবং ইভিএম স্ট্রংরুমের জন্য ডিজিটাল লকগুলিও সমান্তরালভাবে ব্যবহার করা হচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশনার দীপক প্রসাদ জানিয়েছেন, ইতিমধ্যে দশ হাজার ভোটার নাম নথিভুক্ত করেছেন। আসন্ন নির্বাচনে সংখ্যাটি ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রসাদের আরও জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য ভোটারদের ভোট দিতে আরও উৎসাহী করা, ভোটদানের হার বৃদ্ধি করা এবং নির্বাচনকে আরও সহজলভ্য করে তোলা। বিশেষ করে যারা শারীরিক বা আন্যান্য সমস্যার কারণে ভোট দিতে বিরত থাকতেন তাঁদের জন্যই এই ব্যবস্থা। তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত কেবল এস্তোনিয়াই ই-ভোটিং ব্যবস্থা বাস্তবায়ন করেছে। ভারতে বিহারই প্রথম।
