আজকাল ওয়েবডেস্ক: বিহার বিধানসভা ভোটের গণনা চলছে। মোটামুটি ভাবে সকাল ১১টার মধ্যে ফলাফলের প্রবণতা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তার আগে দেখে নেওয়া যাক এবার বিহার নির্বাচনের হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে এগিয়ে ও পিছিয়ে।

১ তেজস্বী যাদব- আরজেডি দুর্গ রাঘপুর বিদানসভা আসনে এবারের ভোটে হ্যারিকেন চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেজস্বী যাদব। বিহারের বৈশালী জেলার রাঘোপুর আসনের ভোটাররা ৩৬ বছর বয়সী তেজস্বী যাদবের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। 

২ তেজপ্রতাপ যাদব- ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে জেএসজেডি-র প্রার্থী হিসেবে তেজ প্রতাপ যাদব প্রতিদ্বন্দ্বিতা করছেন বিহারের বৈশালী জেলার মাহুয়া আসনে। আপাতত তিনি পিছিয়ে রয়েছেন। 

৩ মৈথিলী ঠাকুর- ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মৈথিলী ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিহারের দারভাঙ্গা জেলার আলিনগর আসনের ভোটাররা মৈথিলী ঠাকুরের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। আপাতত তিনি এগিয়ে রয়েছেন।

৪ বিজয় কুমার চৌধুরী- ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে জেডি(ইউ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিহারের সমস্তিপুর জেলার সরৈরঞ্জন আসনের ভোটাররা বিজয় কুমার চৌধুরীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। বর্তমানে গণনায় তিনি এগিয়ে রয়েছেন।

৫ মদন সাহনি- ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে জেডি(ইউ) থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিহারের দারভাঙ্গা জেলার বাহাদুরপুর আসনের ভোটাররা মদন সাহনির আপাতত এগিয়ে রয়েছেন।

৬ সম্রাট চৌধুরী- বিহারের মুঙ্গের জেলার তারাপুর আসনের ভোটাররা সম্রাট চৌধুরীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। আপাত,তিনি এগিয়ে রয়েছেন।

৭ বিজয় কুমার সিনহা- ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বিজয় কুমার সিনহা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিহারের লক্ষীসরাই জেলার লক্ষীসরাই আসনে। বর্তমানে তিনি এগিয়ে।

৮ মঙ্গল পাণ্ডে- ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মঙ্গল পাণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিহারের সিওয়ান জেলার সিওয়ান আসনে। এই প্রার্থীও এগিয়ে রয়েছেন।

৯ শ্রাবণ কুমার- ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে জেডি(ইউ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রাবণ কুমার। বিহারের নালন্দা জেলার নালন্দা আসনের ভোটাররা শ্রাবণ কুমারের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। আপাতত তিনি এগিয়ে রয়েছেন।

১০ নীতীন নবীন- ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে নীতীন নবীন প্রতিদ্বন্দ্বিতা করছেন বিহারের পাটনা জেলার বাঁকিপুর আসনে। গণনায় এখনও পর্যন্ত তিনিও এগিয়ে রয়েছেন।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটের প্রবণতা: 

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুসারে, এগিয়ে থাকার প্রবণতার ভিত্তিতে ২৪৩ আসনের বিধানসভায় ইতিমধ্যেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে এনডিএ শিবির। আপাতত ১৫৯ আসনে এগিয়ে বিজেপি-জেডিইউ জোট। অন্যদিকে বিরোধী মহাগঠবন্ধন এগিয়ে ৭৩ আসনে। অন্যান্যরা ৪টিতে।