আজকাল ওয়েবডেস্ক: প্রেম করাই দোষ হল যুবকের। রাজস্থানে এক যুবকের ওপর চরম অত্যাচার। সম্প্রতি তার খবর প্রকাশ্যে এসছে। ভোপালের বাসিন্দা ১৮ বছর বয়সি সোনুকে অপহরণ করে তিন দিন ধরে অমানুষিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পুরো ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তাল নেটপাড়া। 

ভিডিওটিতে দেখা গিয়েছে, বেশ কিছু লোক মিলে সোনুকে নির্মমভাবে মারধর করছে। শুধু তাই নয়, জোর করে তাঁকে প্রস্রাব খেতে বাধ্য করা হচ্ছে। 

পুলিশের অনুমান, ঘটনার মূলে প্রেম। রাজস্থানের ঝালাওয়ার জেলার এক তরুণীর সঙ্গে সোনুর প্রেম ছিল। দিন পনেরো আগে ওই তরুণী ভোপালে সোনুর কাছে চলে আসেন, কিন্তু পরে পরিবারের চাপে ফিরে যান। অভিযোগ, সম্প্রতি ওই তরুণীই সোনুকে দেখা করার কথা বলে রাজস্থানে ডাকেন। সোনু সেখানে পৌঁছলে তরুণীর পরিবারের লোকজন প্রথমে তাঁকে ধরে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রাখে। এরপর চলে নির্মম অত্যাচার৷ 

পুলিশ জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা সোনুর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তাঁকে এলোপাথাড়ি লাথি-ঘুষি মারা হয়। শুধু তাই নয়, এমনকী খুনের হুমকিও দেওয়া হয়। এরপর এক পর্যায়ে তাঁকে জোর করে প্রস্রাব খাওয়ানো হয়। একইসঙ্গে সেই দৃশ্য ভিডিও করা হয়।

অভিযুক্তরা ওই ভিডিওটি সোনুর বাড়িতে পাঠালে তাঁর পরিবার আতঙ্কে জড়সড় হয়ে যায়। পুলিশের কাছে সাহায্য চায় পরিবারের সদস্যরা। মধ্যপ্রদেশের কোলার থানার পুলিশ জানিয়েছে, রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করে সোনুর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে এখন। 

ইনস্পেক্টর সঞ্জয় সোনি বলেন, "একটি বিশেষ দল পাঠানো হয়েছে। যুবকের বয়ান নেওয়া হচ্ছে। পাশাপাশি ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের কোনওভাবেই ছাড় দেওয়া যাবে না।" ঘটনার জেরে অপহরণ ও মারধর-সহ একাধিক ধারায় পুলিশ মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে।