আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় স্টান্ট করা পথচারী এবং চালক উভয়ের জন্যই বিপদজনক। সম্প্রতি, দেশের বিভিন্ন জায়গাতেই তরুণ-তরুণীদের দ্রুতগতিতে বাইক চালিয়ে জনসাধারণের নজর কাড়ার ঘটনা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় একই রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন যুবক বেপরোয়াভাবে বাইক চালাচ্ছেন এবং তেলের ট্যাঙ্কের উপর উল্টোভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসে থাকা একজন মহিলা যুবকটিকে জাপটে ধরছেন। ভাইরাল এই ভিডিও-কে কেন্দ্র করে পথ-নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে।
ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে যে, হেলমেটবিহীন যুবক একটি ব্যস্ত রাস্তা দিয়ে প্রবল গতিতে বাইক নিয়ে এগিয়ে চলেছেন। চলন্ত সেই বাইকের তেলের ট্যাঙ্কের উপর উল্টো মুখ করে বসে রয়েছেন এক যুবতী। মহিলা জাপটে জড়িয়ে ধরে রয়েছেন বাইকের চালক যুবকটিকে!
জানা গিয়েছে যে, এই দৃশ্যে দেখা গিয়েছে বেঙ্গালুরুর সরজাপুর মেন রোডে। ওই বাইকটিতে তামিলনাড়ুর রেজিস্ট্রেশন প্লেট রয়েছে। দেশব্যাপী ট্র্যাফিক পুলিশের বার-বার সতর্কীকরণ সত্ত্বেও, এই ধরনের বেপরোয়া ঘটনা প্রতিদিন ঘটে চলেছে, যা জনসাধারণের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তোলে ও চালকের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলে।
???????? pic.twitter.com/CJOnSBwG93
— Ghar Ke Kalesh (@gharkekalesh)Tweet by @gharkekalesh
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওটি-কে, অনেকেই যুবক-যুবতীর দায়িত্বজ্ঞানহীন এবং অশ্লীল আচরণের প্রকাশ বলে বর্ণনা করেছেন। অনেক নেটিজেন বিভিন্ন সমাজ মাধ্যমে ওই ভিডিও ক্লিপ শহরের ট্র্যাফিক পুলিশকে ট্যাগ করেছেন এবং সড়ক নিরাপত্তা নিয়মকানুন লঙ্ঘনের জন্য দম্পতির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটা সম্পূর্ণ নির্লজ্জতা, তাঁদের দুজনকেই একসঙ্গে জেলে পাঠানো উচিত এবং সেখানে প্রেমে পড়ার অনুমতি দেওয়া উচিত।" আরেকজন রসিকতা করে লিখেছেন, "চালক পিছনের দিকে নজর রাখার জন্য আয়না লাগায়, কিন্তু এই ভদ্রলোক একজন মানুষকেই বিকল্প হিসাবে বেছে নিয়েছেন।"
অন্য একজন বলেছেন, "কর্তৃপক্ষের উচিত TN12W4910 নম্বরের গাড়িটি খুঁজে বের করা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া। বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ্য করা উচিত নয়।" চতুর্থজন বলেছেন, "ওই মেয়েটি অসুস্থ বলে মনে হচ্ছে। ফলে তাদের আর কোন উপায় ছিল না। আসুন আমরা সদয় হই। আমরা এই ধরনের ঘটনার আসল কারণ জানি।"
