আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর বিখ্যাত ট্রাফিক নিয়ে আবারও এক মজার ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কনটেন্ট ক্রিয়েটর প্রিয়াঙ্কা ও ইন্দ্রায়ণীর এক বান্ধবী বেঙ্গালুরু থেকে দুবাই উড়ে গিয়েছেন। কিন্তু যাঁরা তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়েছিলেন, তাঁরা এখনও বেঙ্গালুরুর রাস্তায় আটকে রয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক দীর্ঘ যানজটের চিত্র, যেখানে গাড়ির পর গাড়ি ঠাসাঠাসি করে দাঁড়িয়ে।
পোস্টে মজার ছলে লেখা হয়েছে, ‘বন্ধুকে দুবাই যাওয়ার জন্য এয়ারপোর্টে নামিয়ে দিয়ে এসেছি। সে এখন দুবাই পৌঁছে গেছে, আর আমি এখনও বেঙ্গালুরুর ট্রাফিকে আটকে’। এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে ১.৯ কোটিরও বেশি ভিউ পেয়েছে ইনস্টাগ্রামে। যাঁরা নিয়মিত বেঙ্গালুরুর রাস্তার ভোগান্তি সহ্য করেন, তাঁদের কাছে ভিডিওটি দারুণ রিলেটেবল হয়েছে। নেটিজেনরা কমেন্ট সেকশনে নিজেদের ট্রাফিকে আটকে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন। অনেকেই মজা করে লিখেছেন, বেঙ্গালুরুর রাস্তায় যদি কেউ একবার পড়ে, তবে গন্তব্যে পৌঁছনো একপ্রকার ‘মিশন ইম্পসিবল’ হয়ে যায়।
তবে এটি একটি রসিকতা হলেও ভিডিওটি বেঙ্গালুরুর ট্রাফিক সমস্যার বাস্তব চিত্র তুলে ধরেছে, যা শহরবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। উল্লেখ্য, কিছুদিন আগে দীর্ঘ যানজটে অতিষ্ঠ হয়ে শহর ছাড়ার সিদ্ধান্ত নেন এক বাসিন্দা। এক্স হ্যান্ডেলে নিজের যন্ত্রণার কথা জানিয়ে তিনি লেখেন, ‘বেঙ্গালুরু আর সহ্য হচ্ছে না’। ওই ব্যক্তি জানান, শহরের বেহাল পরিকাঠামো এবং প্রায় স্থায়ী হয়ে ওঠা ট্র্যাফিক ডাইভারশনের জেরে তাঁর দৈনিক যাতায়াতে বিপুল সময় নষ্ট হচ্ছে। তাঁর কথায়, ‘এক সময় অফিস পৌঁছাতে যেখানে ৪০ মিনিট লাগত, এখন সেখানে যেতে লাগে ১ ঘণ্টা ৫০ মিনিট!’ একপ্রকার রাগের মাথায় এক্স হ্যান্ডেলে বিরাট পোস্ট করেছেন তিনি।
