আজকাল ওয়েবডেস্ক: শহরে অপহরণের ঘটনায় চরম চাঞ্চল্য। ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে৷ বেঙ্গালুরুর চিক্কাজালা এলাকায় মাত্র চার বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় দু’জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন, হেমাবতী (৪৩)। তিনি যশবন্তপুরের একটি পার্লারে কাজ করেন। অন্যজনের নাম খুরশিদ ওরফে কমলা (৪৩)।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসে গত মাসের ২৫ অক্টোবর। খবর অনুযায়ী নিখোঁজ শিশুর বাবা আমরাইয়া। তিনি শহরে অটো চালান। তিনি থানায় এসে জানান যে তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, বাড়িতে তাঁর মায়ের কাছে ফোন আসে যে খেলার সময় ছেলেটি হঠাৎ উধাও হয়ে যায়। খবর পেয়েই আমরাইয়া সোজা পুলিশের কাছে ছোটেন।
খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক মহিলা ছেলেটিকে সঙ্গে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন। জানা গিয়েছে, সেই সূত্র ধরেই এবং পরে অন্যান্য একাধিক প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে ধরে ফেলে। একই দিনে শিশুটিকে নিরাপদে তার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত হেমাবতীর তিন বার বিয়ে ভেঙে যায়৷ এরপর হেমাবতী একা থাকতেন। নিজের একটি সন্তান হোক এমনটাই চেয়েছিলেন অভিযুক্ত। তাই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে খবর। পুলিশি জিজ্ঞাসাবাদে এই কথা স্বীকার করেন তিনি৷ এমনকী জানা গিয়েছে তাঁর এক সঙ্গী খুরশিদকে এ কথা বলেছিলেন তিনি। খুরশিদও এই ঘটনায় সমান অভিযুক্ত। কার্যত তিনিই অপহরণের ছক কষেন৷
ঘটনার জেরে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তেরা আগেও এমন কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
