আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর একটি হোটেল থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ২১ বছরের এক যুবতী। রবিবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। হোটেলে রাতভর খুব জোরে পার্টি চলছিল। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়েছিল। অভিযোগ উঠেছে, পুলিশকে দেখেই মেয়েটি ভয় পেয়ে চার তলার বারান্দা থেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেছিলেন। তখনই পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পান।
তরুণীর বাবা অ্যান্টনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে আরও সাতজন বন্ধুর সঙ্গে ব্রুকফিল্ড এলাকার 'সি ইস্তা লজ'-এ পার্টি করতে গিয়েছিলেন। জানা গিয়েছে, তাঁরা তিনটি ঘর ভাড়া নিয়েছিলেন। রাত প্রায় ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তাঁদের উদ্দাম পার্টি চলছিল। অভিযোগ, পার্টি চলাকালীন খুব জোরে বচসা হচ্ছিল। এতে বিরক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে ফোন করে অভিযোগ জানান। পুলিশ এসে তাঁদের জোরে আওয়াজ ও ঝামেলা করার জন্য বকাঝকা করে। কারণ এতে আশপাশের বাসিন্দাদের সমস্যা হচ্ছিল।
এ প্রসঙ্গে অভিযোগ, পুলিশ নাকি ছেলেদের কাছ থেকে টাকা চেয়েছিল। তবে এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি। পুলিশ চলে যাওয়ার পরেই যুবতী ভয় পেয়ে যান। এরপর তিনি চার তলার বারান্দা থেকে জলের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। নামার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি ও গুরুতর আঘাত পান।
সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। আপাতত তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। যুবতীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ 'সি ইস্তা লজ'-এর মালিকের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, হোটেলের বারান্দায় নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা ছিল না। কর্তৃপক্ষের চরম গাফিলতি।
বাবা এ-ও দাবি করেছেন যে ঘটনার সঠিক বিচার পেতে তাঁর মেয়ের বন্ধুদের, হোটেলের কর্মীদের এবং সেদিন ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করে সম্পূর্ণ তদন্ত করা হোক। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এবং কীভাবে ঘটনাটি ঘটল, সেই বিষয়ে তারা আরও তদন্ত করছে, যাতে কার দায়িত্ব ছিল তা বোঝা যায়।
