আজকাল ওয়েবডেস্ক: বাইক ট্যাক্সি। যাত্রী সুরক্ষায় ও দ্রুত গন্তব্যে পৌঁছতে এর জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কী এক জন বাইক ট্যাক্সি চালক মাসে কত টাকা রোজগার করেন। শুনলে চমকে যাবেন আপনিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওয় বেঙ্গালুরুর এক উবর ও র্যাপিডো চালক দাবি করেছেন, তিনি মাসে ৮০ থেকে ৮৫ হাজার টাকা রোজগার করেন। আরও জানিয়েছেন, প্রায় ১৩ ঘণ্টা কাজ করেন তিনি।
এরপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেছেন। এক জন বলেছেন, ‘আমি তো এত টাকা রোজগার করিনা ভাই।’ ওই র্যাপিডো চালক বলেছেন, ‘নিজের বাইক রয়েছে। আমি নিজেই নিজের বস। গ্রাহকদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিই। আমার কোনও বস নেই। সুতরাং অফিস পলিটিক্সও নেই।’
অনেকেই এই র্যাপিডো চালককে বাহবা দিয়েছেন। কেউ কেউ বলেছেন এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। এক জন র্যাপিডো চালক যদি ৮০ থেকে ৮৫ হাজার রোজগার করতে পারেন, তাহলে আমরা কেন নই।
