আজকাল ওয়েবডেস্ক: চাকরি চাই! বাজারে রয়েছে চাকরির হাহাকার। বেঙ্গালুরুতে এক যুবকের চাকরি খোঁজার এই আবেদন বেকারত্বকে আরও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ২০২৩ সালে স্নাতক হওয়া এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর পোস্টে লিখেছেন, দুই বছর কেটে গেলেও তিনি বেকার রয়েছেন। পাননি কোনও চাকরি। 


তাঁর এতটাই দুরবস্থা তিনি জানিয়েছিলেন, শেষপর্যন্ত তিনি বিনা বেতনেও কাজ করতে রাজি। পুরো বিষয়টা তিনি নিজের রেডিট অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি এমনকী এও জানিয়েছেন, জীবনবৃত্তান্ত পুড়িয়ে ফেলুন দরকারে, কিন্তু আমাকে চাকরি দিতে সাহায্য করুন। 


কী যোগ্যতা আছে তাঁর! জানা গিয়েছে, ২০২৩ সালে তথ্য বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং -এ বিই ডিগ্রি পাশ করেন তিনি। পাশাপাশি তিনি জাভা, পাইথন, ক্লাউড কম্পিউটিং এবং মেশিন লার্নিং শিখেছেন। এর পাশাপাশি, তিনি এপিআই ডেভেলপমেন্ট নিয়েও কাজ করেছেন। কোডিং বিষয়ে যথেষ্ট যোগ্যতা আছে তাঁর। 


রেডিট ব্যবহারকারীরা শেষপর্যন্ত তাঁকে কিছু চাকরি খুঁজে দিয়েছেন। কেউ কেউ তাঁর সিভি পরিবর্তন করেছেন। এমনকী ইমেলের মাধ্যমে যোগাযোগ করার জন্য উৎসাহিতও করেছেন। কিন্তু তাঁর ভাগ্যে এখনও শিঁকে ছেড়েনি। 


অন্যদিকে এর আগে, আইটি জায়ান্ট ইনফোসিস তাঁর মাইসুরু ক্যাম্পাস থেকে প্রায় ৭০০ জন নবীন শিক্ষার্থীকে ছাঁটাই করেছে, শুক্রবার এমনটাই দাবি, আইটি কর্মচারীদের ইউনিয়ন ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সিনেট (এনআইটিইএস) -এর।