আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের সেলিব্রেশনে সৃষ্টি হওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান ১৫ বছর বয়সী দিব্যাংশী। এবার তার পরিবারের তরফে চাঞ্চল্যকর অভিযোগ উঠল, মৃতদেহের পোস্টমর্টেমের সময় দিব্যাংশীর দুল চুরি হয়ে গেছে। দিব্যাংশীর মা অশ্বিনী এই অভিযোগে কমার্শিয়াল স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ময়নাতদন্তের পর তাঁর মেয়ের ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে কানের দুল, জামাকাপড়, জুতো নিখোঁজ রয়েছে। সেগুলো আর পাওয়া যায়নি।

তাঁর কথায়, 'আমরা সব কিছু ফেরত চাই না। শুধু ওর দুলগুলো ফেরত চাই। সংবাদমাধ্যমে বলেন শোকগ্রস্ত মা অশ্বিনী। তিনি জানান, সেই দুলগুলি ছিল তাঁর পরিবারের দেওয়া এবং দিব্যাংশীর কাছে খুবই প্রিয় ছিল। তিনি বলেন, 'ও কখনও দুল খুলে রাখত না। প্রায় এক বছর ধরে ও সেই দুল পরে ছিল। ও আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা এখনও ওর স্মৃতির সঙ্গে বেঁচে আছি। সেই দুল ওর স্মৃতিরই এক অংশ ছিল।' পরিবারের অভিযোগ, ঘটনার পর তাঁরা হাসপাতালের ডিন-সহ একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছেন, এমনকি একাধিক থানাতেও গিয়েছেন, কিন্তু কোথাও কোনও সদুত্তর পাননি। অথচ প্রশাসনের তরফে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, জিনিসগুলি ফেরত দেওয়া হবে।

দিব্যাংশীর মা বলেন, 'মূল্য নয়, এটা আবেগের প্রশ্ন। আমরা ওকে আদর করে ‘ডিম্পল’ বলতাম। ওর আসল নাম দিব্যাংশী'। অশ্বিনী আরও অভিযোগ করেন, এক স্থানীয় নেতা তাঁর মায়ের সঙ্গে কথা বলে মিথ্যে আশ্বাস দিয়েছিলেন। তাঁর অভিযোগ, 'রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী আমার মায়ের সঙ্গে কথা বলেছিলেন। বলেছিলেন যে ডিম্পলের ভাল চিকিৎসা হচ্ছে, ভাল ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু কোথায় ডিম্পল? ও তো তখন মর্গে ছিল। মৃতদেহের চিকিৎসা হয় নাকি?' কমার্শিয়াল স্ট্রিট থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে শহরজুড়ে।

প্রসঙ্গত, আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপর উঠেছিল লাঠিচার্জের অভিযোগ। কিন্তু সেলিব্রেশনে যে এই ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেনি। জয়ের আনন্দ বদলে যায় শোকে। আরসিবি আইপিএল জেতার পর বেঙ্গালুরুতে উৎসবের কথা আগেই জানানো হয়েছিল। বেঙ্গালুরুর চার্ডার্ড বিমান শহরে নামার আগে থেকেই বিমানবন্দরের বাইরে ভিড় জমতে শুরু করে। যত সময় গড়ায় তত ভিড় বাড়তে থাকে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে উল্লাসের কথা ছিল কোহলিদের। তার অনেক আগে থেকেই চিন্নাস্বামীর বাইরে ভিড় জমান হাজার হাজার দর্শক। সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটায় আঙুল ওঠে ফ্র্যাঞ্চাইজির দিকেই।