আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় নাম জড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির। যার কারণে আরসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে মাময়া দায়ের হয় আদালতে। এবার সেই মামলা খারিজের আর্জি নিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন, যাঁদের অধিকাংশই কিশোর কিংবা তরুণ। গত ৯ জুন, বেঙ্গালুরুর এই আইপিএল দলের মালিকানাধীন সংস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস লিমিটেড (RCSL) আদালতে জানিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা ভিত্তিহীন এবং একেবারেই মিথ্যে।

তাদের দাবি, সামাজিক মাধ্যমে আগেই জানানো হয়েছিল যে, উৎসব উপলক্ষে সীমিত সংখ্যক পাস উপলব্ধ থাকবে এবং বিনামূল্যেও যারা প্রবেশ করতে চান, তাঁদের প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। একইসঙ্গে, আয়োজক সংস্থা ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেড-ও এফআইআর চ্যালেঞ্জ করে আলাদা একটি আবেদনপত্র দাখিল করেছে। পুলিশের ওপর জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনেছে সংস্থা।

আবেদনপত্রে দাবি করা হয়েছে, দুপুর ১টা ৪৫ মিনিটে গেট খোলার কথা থাকলেও তা খোলা হয় ৩টেয়, ফলে বিশাল ভিড় একত্রিত হয়ে হুড়োহুড়ির সৃষ্টি হয়, এবং তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই কর্ণাটক রাজ্য সরকার একাধিক সরকারি আধিকারিককে অপসারণ করেছে এবং কর্ণাটক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। এমনকি, পুলিশ আধিকারিকের অপসারণ করারও খবর মিলেছে। এই মামলায় এখন আদালত কী রায় দেয় সেই বিষয়ে গোটা দেশের নজর রয়েছে কর্ণাটক হাই কোর্টের রায়ের দিকে।