আজকাল ওয়েবডেস্ক: বকেয়া ফি জমা না দেওয়ার কারণে ছাত্রছাত্রীদের আটকে রাখা হচ্ছে ডার্ক রুমে। বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলের বিরুদ্ধে এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের এমন আচরণের প্রভাব পড়ছে শিশুদের ওপর। ক্ষতি হচ্ছে পড়াশোনারও। জানা গিয়েছে, শুধু এই স্কুলটি নয়, এই মারাত্মক অভিযোগ রয়েছে বেঙ্গালুরুর বেশ কয়েকটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে। কিছু ক্ষেত্রে পড়ুয়াদের অন্ধকার ঘরে বা লাইব্রেরিতে আটকে রাখা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গত দু’সপ্তাহে অন্তত ছ’জন ছাত্রছাত্রীকে গোটা একটা দিন অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদি এই ঘটনার বিষয়ে বাইরে অভিযোগ জানানো হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা সামনে আসার পর শিক্ষা দপ্তরের তরফে বেসরকারি স্কুলগুলিকে স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের মতে, বকেয়া ফি আদায়ের জন্য ছাত্রদের ওপর মানসিক চাপ বা শাস্তি দেওয়া শিক্ষার অধিকার লঙ্ঘন করে। জানানো হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে অভিভাবকরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে পারেন। অভিভাবকরা জানিয়েছেন, অবিলম্বে স্কুলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং পড়ুয়াদের সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দেওয়া হোক।
