আজকাল ওয়েবডেস্কঃ বেঙ্গালুরুর রাস্তায় বেহাল দশা। প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে প্রতিবাদে পথে নামলেন শহরবাসীর একাংশ। এরপর বিক্ষভের সেই ভিডিও সমাজ মাধ্যেম পোস্ট হতেই তা ছড়িয়ে পড়েছে। কমেন্টে বিক্ষভকারীদের সমর্থন জানিয়েছে নেটিজেনরা।
চাকরির ক্ষেত্রে দেশের অন্যতম কেন্দ্রবিন্দু বেঙ্গালুরু। প্রযুক্তির নিরিখে এ দেশে সবচেয়ে এগিয়ে এই শহর। তবে শুধু কি প্রযুক্তি? প্রগতিশীল চিন্তা ভাবনার জন্যও এগিয়ে বেঙ্গালুরু। সমাজমাধ্যমে এমনই ভিডিও ভাইরাল হয়েছে।
রোজ কোনও না কোনও পথদুর্ঘটনার খবর কানে আসে। এই পথ দুর্ঘটনার নেপথ্যে রয়েছে এবড়ো খেবড়ো রাস্তা। বেঙ্গালুরুর একটি রাস্তায় বেহাল দশা হওয়ায়, পথে নেমে বিক্ষোভে দেখাতে শুরু করেন কয়েকজন নাগরিক। প্রশাসনের দিকে প্রশ্নও ছুড়ে দিয়েছেন তাঁরা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছিল, প্ল্যাকার্ড হাতে নিয়ে দাড়িয়ে কয়েকজন পথ আটকাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমাদের ট্যাক্স কোথায় যাচ্ছে।’ বিক্ষোভকারীদের এই প্রশ্ন তোলাকে সমর্থন জানিয়েছে নেটিজেনরা।
